× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সত্য ঘটনা নিয়ে মমর নাটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৫ এএম

জাকিয়া বারী মম

জাকিয়া বারী মম

চার বছর আগের একটি ধর্ষণের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০২০ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। সম্প্রতি নাটকের শুটিং শেষ করেছেন মম। 

‘টু বি অর নট টু বি’ শিরোনামের নাটকটি বানিয়েছেন নির্মাতা প্রীতি দত্ত। এতে মম ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাহমুদুল ইসলাম মিঠু, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। 

এ রকমের গল্পে অভিনয় করা একটু কঠিন বলেই মনে করেন মম। নাটকটিতে নিজের অভিনয় নিয়ে মম বলেন, ‘ধর্ষণের শিকার একজন শিক্ষার্থীর ঘটনার ছায়া অবলম্বনে এই নাটক। কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এলো। এই ধরনের চরিত্রে কাজ করাটা সত্যি সত্যিই বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত থাকি। তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানান চরিত্রে আসা লাগে।’

নাটকটির পরিচালক প্রীতি দত্ত জানান, ঢাকার একটি সংবাদপত্রের কার্যালয়, উত্তরা এবং দিয়াবাড়ি এলাকায় ‘টু বি অর নট টু বি’ নাটকের শুটিং করেছেন। এতে মম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আজাদ আবুল কালাম সাংবাদিক এবং সিএনজিচালিত অটোরিকশাচালক চরিত্রে মোহাম্মদ ইকবাল হোসাইন অভিনয় করেছেন। পরিচালক প্রীতি দত্ত জানিয়েছেন, ‘চলতি মাসে যেকোনো সময়ে নাটকটি পূর্ণতা ই-টেইনমেন্টের ইউটিউবে প্রচারিত হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা