ঢালিউডের নতুন বছর
গোলাম কিবরিয়া
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ০৮:৪৬ এএম
কোলাজ : প্রবা
নতুন বছরে চলচ্চিত্রে সুবাতাস বইবে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় আছে বিগ বাজেটের কয়েকটি সিনেমা। এসব সিনেমা মুক্তির আগেই রয়েছে আলোচনার তুঙ্গে। আগামী বছরে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত তিন সিনেমা নিয়ে থাকছে আজকের আয়োজন। লিখেছেন গোলাম কিবরিয়া
শাকিবের বিগ বাজেটের ‘বরবাদ’
দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দরদ সিনেমার সাফল্যের পর তার চোখ এখন ‘বরবাদ’-এর দিকে। কেননা নতুন এ সিনেমাটিও বড়সড় আয়োজনের। যদিও ক্যামেরা, লাইট জ্বলে ওঠেনি এখনও। তবে কাজ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে বরবাদ। ২০২৫ সালের ঈদ সামনে রেখে নির্মাণ হচ্ছে সিনেমাটি। এতে আবারও শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। তবে শুধু তিনিই নন, বরবাদে দেখা মিলবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী নুসরাত জাহানের।
প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ; যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমতো রেকর্ড! সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এ ধরনের অ্যাকশন দেখেনি। দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলুগুর অধিকাংশ সিনেমায় থাকেন।
ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এ ছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। বরবাদ সিনেমার কাস্টিংয়ে একাধিক চমক থাকার কথা শোনা যাচ্ছিল। তার অংশ হিসেবে জানা গেল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও এ সিনেমায় আছেন।
আফরান নিশোর ‘দাগী’
নিশো ভক্তদের জন্য এবার সুখবর। আরও একটি নতুন সিনেমায় আসছেন আফরান নিশো। শাহীনের পরিচালনায় ‘দাগী’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এর মধ্যে গুঞ্জনও ওঠে, এ ছবির জন্য নাকি নাটক-ওয়েব সিরিজের কাজ ছেড়েছেন অভিনেতা! তাহলে কি বড় কোনো চমক দিতে চলেছেন নিশো। গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, দুই নায়িকা নিয়ে দাগী সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এতে আফরান নিশোর নায়িকা তমা মির্জা থাকছেন এমন খবর আগেই জানা গিয়েছিল। তবে তিনি ছাড়া আরও একজন নায়িকা রয়েছেন এতে। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘ন ডরাই’ খ্যাত সুনেরাহ বিনতে কামাল। তবে দাগী প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি নন অভিনয়শিল্পী, পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের কেউ। সিনেমাটি ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে।সিনেমাপ্রেমীদের নতুন বছরে তাই নিশো ম্যাজিকের জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে।
রায়হান রাফীর সঙ্গে শরিফুল রাজ
সময়ের আলোচিত অভিনেতা শরিফুল রাজ। বেশ কিছু সাড়াজাগানো সিনেমায় অভিনয় করে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। ২০১৫ সালে নির্মাতা রেদওয়ান রনির ‘আইসক্রিম’ দিয়ে সিনেমায় যাত্রা করেন রাজ। এ সিনেমাই ছিল রাজের জীবনের টার্নিং পয়েন্ট। পরের বছর ২০১৭ সালে তানিম রহমানের ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে নতুনভাবে সবার দৃষ্টি কাড়েন এ অভিনেতা। মেধাবী পরিচালকরাও তার মধ্যে খুঁজে পান নতুন সম্ভাবনা। আর পেছনে ফিরতে হয়নি। পরপর পরিচালক রায়হান রাফীর ‘পরাণ’, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, সর্বশেষ গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। চলতে থাকে রাজের জয়ের রথ। এবার সেই সাফল্যের পালে হাওয়া দিতে রায়হান রাফী নির্মাণ করতে যাচ্ছেন ‘লায়ন’ নামে নতুন সিনেমা। এতে অভিনয় করবেন বাংলাদেশের সময়ের আলোচিত অভিনেতা শরিফুল রাজ ও কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। পরিচালক রায়হান রাফী বলেন, ‘লায়ন সিনেমাটি ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে। এটি একটি অ্যাকশননির্ভর সিনেমা।’
লায়ন যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে। চলতি বছরেই শুরু হবে শুটিং। এর আগে খবর শোনা গিয়ে লায়নে চঞ্চল চৌধুরী থাকবেন। কিন্তু রাফী জানালেন, তথ্যটি সঠিক ছিল না। অনেক আগে শরিফুল রাজকে চূড়ান্ত করা ছিল।