প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৭:৫৪ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ১৮:২৪ পিএম
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
অনেকদিন পর সরব হয়ে উঠছে ছবিয়াল। মাত্রই ২৫ বছরপূর্তি হয়েছে এ আলোচিত নির্মাতা গ্রুপ। জমকালো আয়োজনে পালন হলো সেটাও। যার মধ্যমণি ছিলেন ছবিয়াল কান্ডারি মোস্তফা সরয়ার ফারুকী।
তবে তিনি তো ক্যামেরার পেছনের মানুষ! তাই পুরোদমে ফিরেছেন মাঠেও। আজ ঢাকা শহরটা চষে বেড়িয়েছেন। শুটিং করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও উত্তরাতে। সারা দিনে এসেছে অসংখ্য ফোন। এর মধ্যেই একটি ফোন যেন বিশেষ! সেটা হলো প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আসা রিং। সেখান থেকেই প্রস্তাব রাখা হয়েছে উপদেষ্টা হওয়ার। এরপর অনবরত বেজে চলেছে ফোন।
অতএব এটুকু নিশ্চিত, সবকিছু ঠিকঠাক মনে হলে শুটিং স্পট থেকেই শপথ নিতে যাবেন ফারুকী। সেটা হলে, বহু প্রশংসিত এ নির্মাতা শুরু করবেন নতুন অধ্যায়। নির্মাতা ও অভিনেতার পর উপদেষ্টা হিসেবে শপথ নেবেন এ ছবিয়াল নেতা।
শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৭ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের কাজ সাধ্যমতো চালিয়ে যাচ্ছে। তবে শুরুতেই এ সরকার প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা উপদেষ্টা নিয়োগ দেয়নি।
বরং প্রতিজন উপদেষ্টা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এরই মধ্যে উপদেষ্টাদের কার্যভার কমানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাইত উপদেষ্টামণ্ডলীতে যোগ হয়েছে নতুন নাম। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে চারজন শপথ নেবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।