× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীকে ছাড়িয়ে বিয়ন্সে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ০৮:৩৩ এএম

মার্কিন গায়িকা বিয়ন্সে

মার্কিন গায়িকা বিয়ন্সে

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়লেন মার্কিন গায়িকা বিয়ন্সে। গ্র্যামির সেরা অ্যালবাম, সেরা কান্ট্রি অ্যালবামসহ সর্বোচ্চ ১১ শাখায় মনোনয়ন পেয়ে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের পপতারকা। এতে স্বামী র‍্যাপার জে-জেডকে টপকে গেলেন তিনি। এবারেরসহ গ্র্যামিতে বিয়ন্সের মনোনয়ন সংখ্যা এখন ৯৯, এ সংখ্যা আর কোনো শিল্পীর নেই। এতদিন রেকর্ডটি ছিল তার স্বামী মার্কিন র‌্যাপার জে-জেডের দখলে। গ্র্যামিতে তার সর্বোচ্চ মনোনয়ন ছিল ৮৮টি।

আগামী বছরের ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসতে যাচ্ছে। এবারের আসরে সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন। টেইলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ান মনোনয়ন পেয়েছেন 

ছয়টি করে মনোনয়ন।

গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার জিতে গত বছরই ইতিহাস তৈরি করেছেন বিয়ন্সে। গত বছর ৬৫তম আসরে মোট চারটি গ্র্যামি জিতে ক্যারিয়ারে ৩২টি গ্র্যামি জিতে নিয়েছেন এ শিল্পী। এর আগে প্রয়াত সংগীত পরিচালক জর্জ সলতি সর্বোচ্চ ৩১ বার গ্র্যামি পুরস্কার পাওয়ার সুবাদে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে আসেন বিয়ন্সে।

চলতি বছরে গ্র্যামিতে বিয়ন্সের মূল প্রতিযোগিতা হবে গায়িকা টেইলর সুইফটের সঙ্গে বলে ধারণা করা হচ্ছে। সুইফট এ পর্যন্ত গ্র্যামিতে সেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন চারবার। এ ছাড়া ‘ইরাস ট্যুর’ নিয়ে সফরে কয়েক মাস ধরে বিশ্বের যে দেশেই সুইফট গেছেন, দর্শককে একটি সফল কনসার্ট উপহার দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা