প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ০৮:৩১ এএম
র্যাপার হান্নান
কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, শিক্ষার্থীরা যখন চারদিক থেকে মার খাচ্ছিলেন, তখন ‘আওয়াজ উডা বাংলাদেশ’ শিরোনামে একটি গান করেছিলেন র্যাপার হান্নান হোসাইন শিমুল। গানটি তুমুল জনপ্রিয়তা পায়। তরুণদের কাছে গানটি ছিল আন্দোলনের আগুনে বারুদ হিসেবে। গানটির জন্য গ্রেপ্তার হতে হয়েছে র্যাপার হান্নানকে। এমনকি দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল তাকে। তখন তার মুক্তির দাবিতে অফলাইন থেকে অনলাইন সবখানেই আওয়াজ তুলেছিল সারা দেশের মানুষ।
এবার শিল্পকলা একাডেমিতে আওয়াজ উডাবেন (গান গাইবেন) র্যাপার হান্নান। জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেখানে র্যাপার হান্নান ছাড়াও গাইবে জনপ্রিয় ব্যান্ড দল এফ-মাইনর; যারা শ্রোতাদের কাছে পাহাড়ি গার্লস ব্যান্ড নামে পরিচিত।
শিল্পকলার এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’। সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে হবে এ আয়োজন। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান জানিয়েছেন, ওই আয়োজনে র্যাপার হান্নান, আদিবাসী ব্যান্ড দল এফ মাইনরসহ আরও অনেকে অনুষ্ঠানে গান গাইবেন।
তিনি বলেন, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে এ সন্ধ্যায় আমরা শ্রদ্ধা জানাব জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে যার ওপর আজ আমরা দাঁড়িয়ে আছি।’
অনুষ্ঠান উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের একজন মোহাম্মদ আশরাফুল। আন্দোলনে নিহত তাহীর জামান প্রিয়র মা শামসী আরা জামান থাকবেন বিশেষ অতিথি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।
উল্লেখ্য, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে ৪০টির বেশি গান তৈরি করেছিলেন দেশের শিল্পীরা। আবার কেউ কেউ অন্য গানের সুরে নতুন কথা বসিয়েও প্রচার করেছিলেন।