× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উড়ছেন লাকি ভাস্কর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ০৯:৫০ এএম

লাকি ভাস্কর সিনেমায় দুলকার সালমান ও মীনাক্ষী চৌধুরী

লাকি ভাস্কর সিনেমায় দুলকার সালমান ও মীনাক্ষী চৌধুরী

ছোট বিরতির পর আবারও বড়পর্দায় ফিরলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা দুলকার সালমান। গত বছরের ২৪ আগস্ট তার অভিনীত সর্বশেষ ছবি ‘কিং অব কথা’ মুক্তি পেয়েছিল। সময়ের হিসাবে এক বছরের বেশি পর আবার প্রেক্ষাগৃহে ফিরেছেন দুলকার, ভক্তদের তাই ছবিটি নিয়ে আগ্রহ ছিল। উল্লেখ্য, দুলকার সালমান ভারতের মতো বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয়। সেই ‘চার্লি’ সিনেমা থেকেই এ দেশের তরুণ-তরুণীদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন দুলকার। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লাকি ভাস্কর’। সিনেমাটি ইতোমধ্যে দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সঙ্গে রয়েছে বক্স অফিস সাফল্যও। মুক্তির ছয় দিনের মাথায় ছবিটি ৫০ কোটির ওপর আয় করেছে।

দুলকারের সিনেমাটি বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডিংয়ে আছে। এ ছবি নিয়ে আগ্রহের আরেকটি বড় কারণ দুলকার সালমান। আলোচিত এ মালয়ালম তারকা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। তার নতুন ছবি মুক্তি পাচ্ছে, তাই ভক্তরাও এ ছবি নিয়ে আগ্রহ দেখিয়েছেন। অন্তর্জালে ঢুঁ মেরে নানা তথ্য সংগ্রহ করছেন।

লাকি ভাস্কর মূলত ইতিহাসনির্ভর ক্রাইম থ্রিলার সিনেমা। ভেঙ্কি অতলুরির পরিচালনায় ছবিটিতে দুলকারের সঙ্গে পর্দায় দেখা গেছে মীনাক্ষী চৌধুরী ও আয়েশা খানকে। আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এ সিনেমা। এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে লাকি ভাস্কর।

সমালোচকরা বলছেন, বিনোদননির্ভর সিনেমার একটি কমপ্লিট প্যাকেজ লাকি ভাস্কর; সে কারণেই দর্শক এতটা পছন্দ করেছেন। টাইমস অব ইন্ডিয়া ছবিটিকে ৫-এ ৩ দশমিক ৫ রেটিং দিয়েছে। লিখেছে, ‘এটা বেশ ভালো একটি থ্রিলার, যা দর্শকের নস্টালজিয়া উস্কে দেবে। এ ছাড়া ছবির প্রধান চরিত্রটির সঙ্গে দর্শক সহজেই নিজেদের যুক্ত করতে পারবেন।’

টাইম নাউ লাকি ভাস্কর নিয়ে বলেছে, ‘খুবই বুদ্ধিদীপ্তভাবে এখানে গল্প বলেছেন পরিচালক। দুলকারের দুর্দান্ত অভিনয় আর অতলুরির নির্মাণ মিলিয়ে ছবিটি উপভোগ্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা