× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন রূপে মঞ্চে নোবেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ০৯:২৩ এএম

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল

কলকাতার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’ থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এপার-ওপার দুপারেই তার গানে মুগ্ধ সংগীতপ্রেমীরা। কিন্তু সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি নোবেল। জীবনজুড়ে নেমে এসেছে একের পর ছন্দপতন। নানা বিতর্কে জড়িয়ে সংগীতজীবনে ঘটে বড় অঘটন। মাদক করাল গ্রাসে ধ্বংস হতে শুরু করে নোবেলের গানের ক্যারিয়ার। নেশার আসক্তিতে সবই হারাতে বসেছিলেন এই গায়ক। যেতে হয়েছে মাদক নিরাময় কেন্দ্রেও। সম্প্রতি সেখান থেকে মুক্তি পেয়েছেন। এরপরই আর অপেক্ষা করেননি। নিজেকে নতুনভাবে উপস্থাপন করা শুরু করলেন ভক্তদের মধ্যে। গান গাওয়া শুরু করেছেন মঞ্চে। 

মাদক নিরাময় কেন্দ্র থেকে এসে ভক্তদের গানে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার প্রতিশ্রুতিও রক্ষা করতে চলেছেন তিনি। বদলে গিয়েছেন, তার প্রমাণও দিয়েছেন মঞ্চে দাঁড়িয়ে। ফিরতে চলেছেন আবার পুরোনো ছন্দে। গান গেয়ে শো মাতালেন। ভক্ত-অনুরাগীরাও খুশি আগের নোবেলকে ফিরে পেয়ে। সামনেও একইভাবে মঞ্চে দেখা যাবে নোবেলকে, সেটিও আশা করছেন ভক্তরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কনসার্টে নোবেলের গান পরিবেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ছবি-ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই মঞ্চই আমার ঠিকানা।’ পোস্ট করা ছবি ও ভিডিওর নিচে বইতে শুরু করে ভক্তদের মন্তব্যের জোয়ার। নোবেলের উদ্দেশে এক ভক্ত লিখেছেন, ‘একটা জিনিস ভালো লাগছে যে বাংলাদেশের একটা শিল্পী মানুষের মনে জায়গা পেয়ে গেল এবং নিজের ভুলত্রুটি বুঝতে পেরেছ, ধন্যবাদ 

নোবেল ভাই তোমাকে।’ আরেকজন লেখেন, ‘ওয়েলকাম ব্যাক।’ আরেকজন লিখেছেন, ‘এভাবেই এগিয়ে চলুন।’

মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নোবেল নিজের ভুল স্বীকার করেন। এমনকি নিজেকে শুধরে নেবেন বলেও ভক্তদের আশ্বস্ত করেন নোবেল। ২০১৮ সালে কলকাতার তুমুল জনপ্রিয় গানের শো সারেগামাপার প্রতিযোগী ছিলেন বাংলাদেশের নোবেল। সেই শো মাতিয়ে রেখেছিলেন এই গায়ক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা