প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ০৯:১২ এএম
নয়নতারা
ভারতের দক্ষিণি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা নয়নতারা। দক্ষিণি সিনেমা মূলত পুরুষপ্রধান হলেও তামিল, তেলুগু ও মালয়ালম ইন্ডাস্ট্রিতে নয়নতারা কিছুটা ব্যতিক্রম। পেয়েছেন লেডি সুপারস্টারের তকমা। নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। কখনও কখনও পুরুষদের চেয়েও বেশি পারিশ্রমিক নেন তিনি। নয়নতারাই দক্ষিণের একমাত্র সৌভাগ্যবান অভিনেত্রী যিনি অভিনয় করেছেন ভারতের সব বিগ স্টারের সঙ্গে। রজনীকান্ত, অজিত, বিজয়, শাহরুখ খান, চিরঞ্জীবী, বিজয় সেতুপতি, মোহনলাল, মামুট্টি— সবার সঙ্গে কাজ করেছেন তিনি। এবার এই লেডি সুপারস্টারের উত্থানের গল্প বলবে নেটফ্লিক্স। ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি বানিয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। আগামী ১৮ নভেম্বর নয়নতারার জন্মদিনে মুক্তি পাবে ডকুফিল্মটি।
নেটফ্লিক্স জানিয়েছে, এই ডকুফিল্মে নয়নতারার এমন কিছু বিষয় সামনে নিয়ে আসবে, যা এতদিন ছিল একেবারেই অজানা। অভিনেত্রী দীর্ঘ সময় ধরে তার ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন। তরুণ অভিনয়শিল্পীদের অনুপ্রেরণা দিতে সেগুলো প্রকাশ করেছেন এ তথ্যচিত্রে। পরিচালনা করেছেন গৌতম বাসুদেব মেনন।
নিজের জীবনের জার্নি নিয়ে নয়নতারা বলেন, ‘যখন শুরু করেছিলাম, তখন কোনো ধারণাই ছিল না, আমি কোথায় গিয়ে পৌঁছাব। সিনেমায় এত সাফল্য পাব, এমন প্রত্যাশা ছিল না।’