প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ০৮:৫০ এএম
শাবনূর
ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। ফেসবুকে বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে চিত্রনায়িকা শাবনূরের গোলাপের গল্প। অভিনেত্রী নিজেও ফুলসহ একাধিক ছবি পোস্ট করছেন। কথা বলছেন ফুল নিয়েও। হঠাৎ এসব আলোচনা কেন? শাবনূরই বা হঠাৎ ফুল নিয়ে এত আগ্রহী কেন? বিশ্বজুড়ে শাবনূরের কোটি কোটি ভক্তের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল জেগেছে।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে ফুল নিয়ে নিজের জীবনের ঘটে যাওয়া অদ্ভুত গল্প বলেছেন একসময়ের ঢালিউড কুইন। একমাত্র ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর।
শাবনূরের সিডনির বাসায় পাঁচ বছর ধরে কেউ একজন বাড়ির দরজায় গোলাপ ফুল রেখে যাচ্ছেন। সেই গোলাপ আবার যত্ন করে সংরক্ষণ করে রেখেছেন তিনি।
ফুল নিয়ে এত গল্প কেন? জানতে চাইলে শাবনূর বললেন, ‘ফুল নিয়ে সিডনিতে একটা মজার ঘটনা ঘটে আসছে। দীর্ঘ পাঁচ বছর ধরে প্রায় দিনই আমার বাসার সামনে একটি ছেলে গোলাপ ফুল রেখে যায়। সে আমার মারাত্মক লেভেলের ভক্ত, কোন লেভেলের ভক্ত হলে দীর্ঘ সময় ধরে একই কাজ করে যাচ্ছে, ভাবা যায়! তবে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এখন আমরা অনেক পরিচিত। নামটা বলতে চাই না। যখনই তার এদিকে যাতায়াত থাকে, সে আমার দরজার সামনে গোলাপ রেখে যায়। ঘটনাটা আমাকে বিশেষভাবে নাড়া দেয়। আমার খুব ভালো লাগে। বাসার গেট খুলে প্রায়ই দেখি, সুন্দর একটি গোলাপ। তখন বুঝতে পারি, এটি সেই ছেলেটিরই কাণ্ড। গোলাপটি আমি সংরক্ষণ করে রাখি। কিছুদিন পর পর পাপড়িগুলো ছিঁড়ে পানিতে রাখি। এরপর সেই পাপড়ি আবার শুকিয়ে একটা বোতলে রাখি। এত বছর যাবৎ ছেলেটি আমাকে যত গোলাপ দিয়েছে, সব গোলাপের পাপড়ি আমি বোতলে ভরে সংরক্ষণ করে রেখেছি।’
পছন্দের ফুল কীÑ জানতে চাইলে শাবনূর বলেন, ‘সাদা রঙের যত ফুল আছে, সবই আমার পছন্দের। এর মধ্যে বেলি, রজনিগন্ধা, সাদা গোলাপ, দোলনচাঁপা, বকুল একটু বেশি প্রিয়।’
চিরায়ত বাঙালি নারীর মতো শাবনূরও খোঁপায় ফুল গুঁজতে ভালোবাসেন। শাবনূর বলেন, ‘বেলি ছাড়া অন্য কোনো ফুল খোঁপায় পরার কথা ভাবতেই পারতাম না। সুযোগ পেলেই বেলি ফুল পরে ঢংঢাং করতাম। সিনেমা দেখে ভক্তরাও আমার বেলি ফুলপ্রীতি জেনে গিয়েছিলেন। সিনেমার গানে বেশিরভাগ সময়ই খোঁপায় বেলি ফুল দিতাম। তখন ভাবতাম, যখন অভিনয় করব না, তখন এ বেলি ফুলের সাজের ছবিগুলো পরে দেখতে পারব। বয়স হলে এসব দেখে স্মৃতিকাতর হব।’
১৯৯৩ সালের ১৫ অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে শাবনূরের। এরপর শুধু ছুটে চলা। দর্শককে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়িকার তকমা। ঢালিউডের তখনকার সবচেয়ে হার্টথ্রব নায়ক সালমান শাহের সঙ্গে গড়ে তুলেছেন জনপ্রিয় এক জুটি, যা এখনও দর্শকের কাছে অমর হয়ে আছে।