প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১০:০৯ এএম
মেহজাবীন চৌধুরী
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায়ও বেশ জনপ্রিয় তিনি। শুধু ওপার বাংলায়ই নয়, প্রবাসী বাংলাদেশিদের কাছেও তার গ্রহণযোগ্যতা বেশ। এই তো কদিন আগে, ভক্তদের কল্যাণে বিশ্বব্যাপী তারকাদের কাতারে উঠে এসেছে মেহজাবীনের নাম।
ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় স্থান করে নিয়েছে মেহজাবীনের ফ্যানবেস। ফ্যান পেজের প্রভাব বিবেচনায় বিশ্বে সেরা ২৫-এ আছে এটি। অবস্থান ২৪তম; যা দেখে অবাক হয়েছেন অভিনেত্রী নিজেও।
এবার সেই মেহজাবীনের ভক্তদের এক দাবি, আর সেটি না মানলে আন্দোলনে যাবেন তারা। ভক্তদের দাবিÑ তারা মেহজাবীনকে আবারও রোমান্টিক কাজে দেখতে চান। সেটা নাটক, ওটিটি কিংবা সিনেমায়।
এমন দাবিতেই মুখর মেহজাবীন চৌধুরী অফিসিয়াল ফ্যানস ক্লাবের মন্তব্যের ঘর। সেখানে এও বলা হচ্ছেÑ দাবি না মানলে তারা শাহবাগে আন্দোলনে যাবেন।
মেহজাবীনের দৃষ্টি আকর্ষণ করে তনাইয়া তাছনিম নামে এক ভক্ত লিখেছেন, ‘মেহজাবীনকে রোমান্টিক নাটকে দেখতে চাই। দরকার হলে শাহবাগে আন্দোলন করবে।’
আন্দোলনের কথা উল্লেখ করে শারমিন আক্তার মুক্তা লিখেছেন, ‘আপু এখন আমাদের দাবি একটাইÑ এক দফা এক দাবি… তোমাকে রোমান্টিক নাটক করতে হবে! গ্রুপের সবাই মিলে শাহবাগে যেয়ে কি আন্দোলন করব?’
অভিনেত্রীর বাড়ির সামনে অনশন করবেন জানিয়ে আরেক ভক্ত লিখেছেন, ‘ভক্তদের আবদার মেনে নিন। না হলে আপনার বাড়ির সামনে অনশন করব।’
ভক্তকুলের এসব দাবি নজরে এসেছে মেহজাবীনের। দেখে কিছুটা অবাকও হয়েছেন তিনি। ভক্তের সেই পোস্টে অভিনেত্রী মন্তব্যও করেছেন। লিখেছেন, ‘ওঃ গড, কী হচ্ছে!’