× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরছেন পাশা-হাবু-কাবিলারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ০৮:৪৮ এএম

নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম

নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম

২০১৮ সালে নির্মাতা কাজল আরেফিন অমি শুরু করেন ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। তার পর একে একে নাটকটির চারটি সিজন নির্মাণ করেছেন তিনি। এই নাটকের মূল দৃশ্যপট, ঢাকা শহরে কয়েকজন অবিবাহিত ছেলের একসঙ্গে একই ফ্ল্যাটে জীবনযাপনকে কেন্দ্র করে। এটি ঢাকা শহরে একসঙ্গে ব্যাচেলর পয়েন্টে বসবাসকারী বিভিন্ন জেলা এবং অঞ্চলের লোকদের সম্পর্কে নির্মিত। নাটকপাড়ায় অনেক দিন ধরে কাজ করলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ অমিকে পৌঁছে দেয় অন্য উচ্চতায়। এ সময়ে এর থেকে বেশি জনপ্রিয়তা অন্য কোনো ধারাবাহিক পাননি। বিশেষ করে তরুণ দর্শকদের 

২০২২ সালে নাটকটির চতুর্থ সিজন শেষ হলেও দর্শকরা ভুলে যায়নি। বরং নতুন সিজন আনার জন্য নির্মাতার কাছে অনেক দিন ধরে আবদার জানাচ্ছিলেন। এমনকি কাজল আরেফিন অমিকে দর্শকরা রীতিমতো হুমকি দিয়েছেন। নতুন সিজন না আনলে আন্দোলনে নামার ঘোষণাও দেন! 

অনেক দিন থেকেই ভাসা ভাসা গুঞ্জন আসছিল, ‘ব্যাচেলর পয়েন্টে’র পঞ্চম সিজন আসছে। তবে এসব গুঞ্জনে দর্শকরা আশ্বস্ত হতে পারছিলেন না। অবশেষে নাটকটি নিয়ে সুসংবাদ দিলেন নির্মাতা নিজেই। পর্দায় আবারও আসতে চলেছে পাশা-হাবু-কাবিলা-শুভরা।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ আসতে চলেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অমি। তবে এখনও সবকিছু পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা। 

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দেন অমি। তার সেই স্ট্যাটাসের সূত্র ধরেই জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শুরু হয়নি।’ 

সিজন-৫ নিয়ে অমি আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব। তবে এটুকু নিশ্চিত, ২০২৫ সালেই আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা-হাবু-শুভ-কাবিলা-অন্তরাদের গল্প।’

ধারাবাহিকটির সর্বশেষ সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, ফারিয়া শাহরিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা