প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৬:৪৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৬:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
আল্লু অর্জুন অভিনীত বহুল প্রত্যাশিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল।’ ভক্তদের মন জয় করে নিয়েছিল একঝলকে। কথা ছিল ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে মুক্তি পাবে। শেষ পর্যন্ত পিছিয়েছে। এতে দর্শকরা হতাশ হলেও সবুরে মেওয়া ফলে ভেবে অপেক্ষায় ছিল ডিসেম্বরের। কেননা বছরের শেষ ৬ তারিখ প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ছবিটির। কিন্তু ফের পেছাল ‘পুষ্পা ২’-এর মুক্তি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রের খবর, ফের পিছিয়ে যেতে পারে পুষ্পা ২-এর মুক্তি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিশেষ ঘোষণা করবে পুষ্পা টিম। তবে এবার কেন পিছিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের ছবি, তা এখনও জানা যায়নি।
গুঞ্জন উঠেছে, এ ছবির বেশ কিছুটা শুটিং এখনও বাকি। সে কারণে নাকি পেছাতে পারে মুক্তি। এমনকী, শোনা যাচ্ছে, বেশ ভিএফএক্সেরও কাজ বাকি থাকায় প্রযোজকরা মুক্তি পিছিয়ে দিচ্ছে।
তবে দ্বিতীয় দফায় মুক্তি পেছানোর খবরে হতাশ আল্লু অর্জুনের ভক্তরা। কোথায় ভেবেছিলেন, রাশমিকার সৌন্দর্য, শ্রদ্ধা কাপুরের কোমর দুলুনির সঙ্গে জমিয়ে দেখবেন আল্লু অর্জুনের স্টারডম। কিন্তু সে গুড়েবালি দেখে ছাই চাপা আগুনের মতো ফুঁসছেন তারা।