× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘যাত্রী’ হয়ে ঐশীর নতুন যাত্রা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ০৮:২৪ এএম

জান্নাতুল ফেরদৌস ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী

২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দুই বছর বাদেই নায়িকা হয়ে হাজির হন বড়পর্দায়। সানি সানোয়ারের বড় ক্যানভাসের ছবি ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় পর্দা ভাগাভাগি করেন জনপ্রিয় নায়ক আরেফিন শুভর সঙ্গে। ছবিটির সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটি সিনেমাতেই জনপ্রিয়তা লাভ করে ঐশীর সিলভী চরিত্রটি। প্রশংসিত হয়েছেন গত বছর মুক্তি পাওয়া ভিন্নধর্মী ছবি ‘আদম’-এ অভিনয় করেও। ভালো ভালো বেশ কয়েকটি কনটেন্টে কাজ করেও জান্নাতুল ফেরদৌস ঐশীকে ঠিক পাওয়া যাচ্ছে না! দুই বছর আগে রায়হান রাফীর ‘নূর’ সিনেমায় অভিনয় শেষ করলেও অজ্ঞাত কারণে ছবিটি এখনও মুক্তি পায়নি। আদৌ মুক্তি পাবে কি না কেউ জানে না। বিষয়টি নিয়ে সম্প্রতি নিজের হতাশাও ব্যক্ত করেছেন অভিনেত্রী। গত বছর সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত আদম সিনেমাটিও তৈরি হয়েছিল ২০১৯ সালে। তার পর থেকে নতুন কাজে যেমন অনুপস্থিত, তেমন শোবিজের আলোচনা-চর্চা এসবের থেকেও চলছেন দূরত্ব বজায় রেখে।

এবার ফিরছেন তিনি। হতাশা কাটিয়ে নতুন ছবি নিয়ে আসছেন ঐশী। আসিফ ইসলামের যাত্রী সিনেমা দিয়ে নতুন যাত্রা করতে চান।

জানা গেছে, যাত্রী শিরোনামে নতুন একটি সিনেমা নিয়ে আসছেন নির্মাতা আসিফ ইসলাম। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন ঐশী। মঙ্গলবার আসিফ ইসলাম ও ঐশী নিজেরাই খবরটি জানিয়েছেন। ঐশী নায়িকা, আপাতত এ ছাড়া অন্য কোনো তথ্য দিতে নারাজ নির্মাতা। যাত্রীতে শহরকেন্দ্রিক একটি গল্প থাকবে।

দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আনন্দিত জান্নাতুল ঐশী। নতুন ছবি প্রসঙ্গে বললেন, ‘প্রায় ছয় মাস আগে আসিফ ভাইয়ের সঙ্গে ছবিটি নিয়ে প্রথম কথা হয়। গল্পটি শুনে অসম্ভব ভালো লাগে। এত সুন্দর একটি গল্পে অভিনয় করতে মুখিয়ে ছিলাম। এরপর আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। ভেবেছিলাম আমাকে হয়তো আর নেবেনই না। পরে দেখি তিনি মস্কো উৎসব নিয়ে ব্যস্ত। কদিন আগে আবার যোগাযোগ করলেন।’

ছবিটি সম্পর্কে নির্মাতা আসিফ ইসলাম বলেন, ‘এটি শহরকেন্দ্রিক একটি ভালোবাসার গল্প। এ ধারার ছবি নিয়ে এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। গল্পটি অনেক আগের, কিন্তু ব্যস্ততার কারণে ছবিটি বানানো হয়নি। গল্পটির মূল জায়গা হচ্ছে এর বলার ধরন। ভালোবাসার গল্প আমরা অনেকেই দেখি, এটার ক্ষেত্রে একই গল্প দুই প্রেক্ষাপটে বলার চেষ্টা করব। যাত্রী হবে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাই। ঢাকাতেই হবে পুরো ছবির শুটিং। শীতের মৌসুমে কাজটা শুরু করব। কারণ গল্পে শীতের মৌসুমটা দরকার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা