× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারও জীবন নষ্ট করবেন না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ০৯:৪৬ এএম

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী

সমাজে ঘটে যাওয়া নানা অমানবিক ঘটনা সব সময়ই ভাবায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। প্রায়ই নিজের সমাজমাধ্যমে সে ঘটনাগুলোর প্রতিবাদ করে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেন তিনি। জুলাই আন্দোলনেও ছাত্রদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর যারা পাস করতে পারেননি, তাদের হতাশ না হতে উপদেশ দিয়েছিলেন।

সোমবার রাতে ফেসবুকে মেহজাবীন লেখেন, ‘কারও জীবন নষ্ট করবেন না।’ হঠাৎ কেন এ কথা লিখলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী? এ মন্তব্যের হেতু নিজেই ব্যাখ্যা করলেন। কয়েক দিন আগে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক গৃহকর্মী নির্যাতনের শিকার হন। সেই গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবি বেশ কয়েক দিন ধরেই ফেসবুকে ভাইরাল। অমানবিক এ ঘটনা নিয়ে তিনি লিখেছেন, ‘এ ছবিটি কয়েক দিন ধরে এতবার দেখছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।’

মেহজাবীনের পোস্ট করা দুটি ছবির একটিতে লেখা, ‘বাস্তব জীবনে একজন ভালো মানুষ হোন, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।’ এটি যিনি পোস্ট করেছেন, তিনি সেই গৃহকর্মী নির্যাতনকারী। যে নির্যাতনের ঘটনার এখনও তদন্ত চলছে। পাশের ছবিটি নির্যাতিত গৃহকর্মীর।

সামাজিকভাবে মানুষকে সচেতন হতে হবে বলে মনে করেন মেহজাবীন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে 

প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে।’

যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের সহমর্মী হওয়ার কথা জানান জনপ্রিয় এ অভিনেত্রী। প্রয়োজনে বোঝাপড়ার কথাও বলেন। মেহজাবীন বলেন, ‘তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন, আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।’

অনলাইনে প্রায়ই মানুষ ভান করে। যা প্রকাশ করে তা সত্য নয়। সমাজমাধ্যমে বড় কথার চেয়ে এ অভিনেত্রী বিশ্বাস করেন কাজই বেশি শক্তিশালী। ‘সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালোমানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ,’ বলেন মেহজাবীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা