প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ০৯:০৫ এএম
ছবি : সংগৃহীত
দ্বিতীয় বিবাহবার্ষিকীর দুই মাস আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ কোরিয়ার কণ্ঠশিল্পী-অভিনেত্রী পার্কজি-ইওন ও বেসবল খেলোয়াড় হোয়াং জায়ে গিউন। কোরিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া। গণমাধ্যমটির প্রতিবেদন বলছে, ২০২২ সালের ডিসেম্বরে লুকিয়ে বিয়ে করেছিলেন ইওন ও হোয়াং জায়ে। বিয়ের চার মাস পর তা প্রকাশ করেন। কিন্তু দুই বছর পূরণ হওয়ার আগেই পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা হয়ে যাচ্ছেন তারা। কোরিয়ার রাজধানী সিউলের পারিবারিক আদালতে আবেদন করা হয়েছে। এর আগে দুজনেই ভক্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। কারণ এ খবর প্রকাশ্যে আসায় তাদের অনুরাগীরা ভীষণ কষ্ট পেয়েছেন।
সমাজমাধ্যমে ইওন লিখেছেন, ‘প্রথমেই অপ্রত্যাশিত খবর দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। গিউন ও আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। আমি চেষ্টা করব বর্তমান ও আগামী সময় আরও ভালোভাবে জীবনযাপনের জন্য। সবাইকে ধন্যবাদ।’
গিউনও অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘বনিবনা না হওয়ায় পার্কজি-ইওন ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। তবে ভবিষ্যতে আমাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক বিরাজ করবে।’
গত মাস থেকেই বিচ্ছেদের জন্য আলাপ-আলোচনা শুরু করেন ইওন-জায়ের। এর পর তারা সিদ্ধান্ত নেন, শিগগিরই আদালতের মাধ্যমে বিচ্ছেদ প্রক্রিয়া শুরু করবেন। এই আলোচনা বেশ গোপনেই চলছিল। কিন্তু জুন মাসে তাদের আলাদা হয়ে যাওয়ার খবর গণমাধ্যমে চলে আসে। যদিও বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছিল এ দম্পতি।
পার্কজি-ইওন বর্তমান প্রজন্মের জনপ্রিয় একজন সংগীতশিল্পী ও অভিনেত্রী। তার উল্লেখযোগ্য করেকটি সিনেমা হলোÑ ওয়ানাবে, গ্যাঙনাম জোম্বি, মাস্টার অব স্টাডি। এ ছাড়া অভিনয় করেছেন ওয়েব সিরিজেও।