প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ০৯:০২ এএম
ক্যারিয়ার নিয়ে নতুন ভাবনায় পূজা চেরি। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠাÑ এই পরিক্রমায় অসংখ্য দর্শকের মন কেড়েছেন তিনি। সৌন্দর্য তো আছেই, সেই সঙ্গে অভিনয়ের মাধ্যমে দ্যুতি ছড়িয়েছেন। ঢালিউডের এ সময়ের প্রতিভাধর অভিনেত্রীর তালিকায় শীর্ষেই তার অবস্থান। সে কারণে এবার বড় সিদ্ধান্ত নিলেন। বড় বাজেট আর ভালো গল্প পেলেই পর্দায় হাজির হবেন তিনি। দর্শকের মনে বেঁচে থাকতে গেলে এর বিকল্প নেই বলে মনে করেন তিনি।
এরই অংশ হিসেবে পূজা চুক্তিবদ্ধ হয়েছেন ওয়েব সিরিজে। ‘ব্ল্যাক মানি’ শিরোনামের ওয়েব সিরিজটি পরিচালনা করবেন রায়হান রাফী। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যারিয়ার পরিকল্পনার কথা জানান তিনি। অভিনেত্রীর কথায়, ‘বড় কোনো প্রজেক্ট ছাড়া কাজ করব না। দরকার হলে বাসায় বসে থাকব।
তবে সেটা যে কেবল সিনেমা হতে হবে তা নয়, ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মও হতে পারে। এখন আমি অনেক খুঁতখুঁতে। অনেক গল্প পড়ি ভালো লাগে না। নিজেকে উপস্থাপনের জন্য ভালো
গল্পের বিকল্প নেই।’
রায়হান রাফী পরিচালিত ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন-২’-এর মাধ্যমে নায়িকা হিসেবে বড়পর্দায় অভিষেক হয় পূজার। ওই বছরই একই পরিচালকের ‘দহন’ ছবিতে দেখা গেছে তাকে। এর পর আর তাদের একসঙ্গে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন পর রাফীর কাজের মাধ্যমে ফিরছি। একটু ভয় পাচ্ছি কী হয়! তার পরিচালিত হিট সিনেমা ‘পোড়ামন-২’তে অভিনয় করেছি। এবার তার পরিচালিত কোনো ওয়েব সিরিজে প্রথম অভিনয় করব। সেই কারণে এই ভয়টা পাচ্ছি। আশা করছি এটি দর্শকদের কাছে প্রশংসিত হবে। অনেক দিন পর রাফীর সঙ্গে কাজ। বকা খাই কি না জানি না! এখন সে তুফানি পরিচালক। তাই ভয়।’
এক হাজার কোটি টাকা নিয়ে ধুন্ধুমার লেগে যায় একটা শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই। বয়ে যায় রক্তের বন্যা। এভাবেই গল্প এগিয়ে যাবে ওয়েব সিরিজটির। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল।
এদিকে দুর্গাপূজা সমাগতপ্রায়। তবে এবার উৎসব ঘিরে কোনো পরিকল্পনা নেই পূজার। কয়েক মাস আগে সব সময়ের সঙ্গী মাকে হারিয়েছেন। সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। এখনও প্রতি মুহূর্তে মাকে মনে পড়ে। তাইতো পূজার পরিকল্পনা জানতে প্রশ্ন করা হলে চোখ ভিজে ওঠে তার। কাঁপা কণ্ঠে বলেন, ‘সবাই জানেন, মা আমার সঙ্গে নেই। তিনি মারা গেছেন ছয় মাস হতে চলেছে। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টা এমন যে, আমি তার মা। তিনি আমার সন্তান। ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি। কিনবও না। কাজে ব্যস্ত থাকব।’
চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকেই সব সময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝর্ণা রায়। মায়ের সহযোগিতার কথা কখনও ভুলতে পারেন না তিনি। যেকোনো সাক্ষাৎকারে মায়ের সমর্থনের কথা বলেন।
সাম্প্রতিক সময়ে দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়েও মত জানান অভিনেত্রী। তবে যাননি গভীরে। শান্তির বার্তা দিয়ে পূজা বলেন, ‘আমি একজন হিন্দু। আমাদের উচিত সব ধর্মকে শ্রদ্ধা করা। আমিও মুসিলম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মকে শ্রদ্ধা করি। ধর্ম যার যার, উৎসব সবার।’
এদিকে দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন পূজা। শুটিংও শেষ করেছেন। শিগগিরই এটা প্রচারিত হবে বলে জানান তিনি।