প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ০৮:৪২ এএম
সালমান খান
এক দশক আগে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমা। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল এটি। ১৪০ কোটি বাজেটের ছবিটি আয় করেছিল ৪০২ কোটি রুপি। সুপার হিট হওয়ায় এর দ্বিতীয় কিস্তি নির্মাণ নিয়েও খবর ছড়িয়েছিল। যদিও এতদিন এ নিয়ে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা কোনো কথা বলেননি। তবে এবার তিনি নিশ্চিত করলেন, ‘কিক-২’ আসছে।
সালমান খান এখন ‘সিকান্দার’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এর মাঝেই সমাজমাধ্যমে বলিউড ভাইজানের একটি ছবি পোস্ট করে সুখবরটি জানান সাজিদ নাদিয়াদওয়ালা। যদিও এর আগে একবার টুইট করেছিলেন, ‘প্রতীক্ষার অবসান। ডেভিল ফিরছে; ২০১৯ সালের বড়দিনে, কিক-২ নিয়ে।’
এরপর আর কোনো উচ্চবাচ্য করেননি। পরে এক সাক্ষাৎকারে সাজিদ বলেছিলেন, ‘আমরা সামান্য হেলাফেলা করেই কিক-২ বানাতে নারাজ। কিক-এ স্বাদ পেয়েছিলেন বলেই এর পরবর্তী অংশ দেখতে এত আগ্রহ দর্শকের। আমরা সেটা বুঝি ও সম্মান করি। তাই শুধু ঠিকঠাক না, দারুণ চিত্রনাট্য না তৈরি করতে পারলে সিনেমাটি বানানো বৃথা।’
দ্বিতীয় কিস্তিতে সালমানের নায়িকা হিসেবে কাকে দেখা যাবে তা, নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রযোজক। ২০১৪ সালে মুক্তি পাওয়া কিক ছবিতে নজর কেড়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এ ছাড়া ছিলেন রণদীপ হুদা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।
এদিকে সিকান্দার ছবির শুটিং প্রায় শেষ করে ফেলেছেন সালমান। এরপর শুরু করবেন কিক-২-এর কাজ। অন্যদিকে আজ কালার্স টিভিতে হবে ‘বিগবস’ রিয়েলিটি শোয়ের ১৮তম সংস্করণের প্রিমিয়ার। এরই মধ্যে সমাজমাধ্যমে প্রথম ঝলক প্রকাশ করেছেন তিনি।