× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যর্থতা ঘুচল জাহ্নবীর!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১১:৫৬ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১২:০১ পিএম

জাহ্নবী কাপুর । ছবি : ইনস্টাগ্রাম

জাহ্নবী কাপুর । ছবি : ইনস্টাগ্রাম

ছয় বছরের ক্যারিয়ার, তবু এখনও নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি জাহ্নবী কাপুর। তার অভিনীত প্রায় সব সিনেমা সেভাবে ব্যবসা করতে পারেনি। তবে সবশেষ মুক্তি পাওয়া ‘দেবারা : পার্ট-১’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় কোরাতলা শিবা পরিচালিত তেলুগু সিনেমাটি।

মুক্তির প্রথম দিনেই প্রায় ৯০ কোটি রুপি ব্যবসা করে এটি। প্রথম পাঁচ দিনেই আয় ৩৫০ কোটি রুপি পূর্ণ করেছে। সঙ্গে গড়েছে নতুন রেকর্ডও। এটিই জাহ্নবীর অভিনীত প্রথম সিনেমা, যা ২০০ কোটি বা এর বেশি আয় করেছে। এর আগে তার সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল ‘ধড়ক’। সেটি ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা, যা মুক্তির পর প্রায় ৭৫ কোটি রুপি আয় করে। এতে তার নায়ক জুনিয়র এনটিআর। আছেন সাইফ আলি খানও।

জাহ্নবীর সমসাময়িক অনেক অভিনেত্রী বলিউডে মজবুত জায়গা করে নিয়েছেন। কিন্তু তিনি কেন পারেননি? চলচ্চিত্রবোদ্ধারা এ প্রশ্নের কয়েকটি উত্তর খুঁজে পেয়েছেন। তাদের মতে, সিনেমা বাছাইয়ে দুর্বলতা রয়েছে তার। বেশিরভাগ রিমেক ছবিতে দেখা গেছে তাকে। সাম্প্রতিক সময়ে হিন্দিতে রিমেক হওয়া বেশিরভাগ সিনেমাই ডাহা ফ্লপ করছে। চিত্রনাট্য বাছাইয়েও যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেন না।

নিতেশ তিওয়ারি ছাড়া ক্যারিয়ারে খুব বেশি ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে পারেননি জাহ্নবী, এটা তার ব্যর্থতার অন্যতম বড় কারণ। তার অভিনীত বেশিরভাগ সিনেমার নির্মাতা ছিলেন নতুন। এটিও তাকে ভুগিয়েছে।

বলিউডের নামকরা অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে হয়েও অভিনয়ে মায়ের নাম রাখতে পারেননি। ফলে প্রতিটি সিনেমা মুক্তির পর এ নিয়েও সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

বলিউডের প্রায় সব তারকার ক্যারিয়ারেই একটা করে বড় হিট সিনেমা থাকে। যে সিনেমা দিয়ে তার আলাদা ভক্ত-শ্রেণি তৈরি হয়। কিন্তু জাহ্নবীর এমন কোনো সিনেমা নেই। অনেক নায়িকা আবার কোনো সুপারহিট গান দিয়ে পরিচিতি পান। ক্যারিয়ারে এমন কোনো জনপ্রিয় গানেরও অংশ হতে পারেননি তিনি।

তবে নিজের উন্নতির চেষ্টা করছেন জাহ্নবী। এর প্রমাণ পাওয়া গেল ‘দেবারা : পার্ট-১’ ছবিতে। এতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। অনুরাগীরা মনে করছেন, এ ছবির সফলতা তার ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা