প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১১:৫২ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১২:০১ পিএম
ঢাকা আসছে অ্যাকসেন্ট ব্যান্ড । ছবি : সংগৃহীত
সারা বিশ্বের তরুণ প্রজন্মের মাঝে তুমুল জনপ্রিয় রোমানিয়ার ইলেকট্রো পপ গানের দল ‘অ্যাকসেন্ট’। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ২০১৯ সালে একবার লাল-সবুজের দেশ মাতিয়ে গিয়েছিলেন তিনি। মঞ্চে তখন বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছিলেন প্রধান গায়ক আদ্রিয়ান সিনা।
এবার অ্যাকসেন্ট-ভক্তদের জন্য সুখবর, শিগগিরই আবারও বাংলাদেশ মাতাতে আসছেন তারা। জানা যায়, ২০২৪-২৫ সালের লাইভ ট্যুরের অংশ হিসেবে ঢাকায় আসছে ব্যান্ডটি।
এরই মধ্যে বিষয়টি সমাজমাধ্যমে নিশ্চিত করেছেন অ্যাকসেন্ট ভোকালিস্ট আদ্রিয়ান সিনা। ফেসবুক লাইভে এসে ছোট্ট একটি রিলে ‘দ্যাটস মাই নেম’ গায়ক বলেন, ‘হ্যালো বাংলাদেশ! হ্যালো ঢাকা! বন্ধুরা, আমি অত্যন্ত খুশি। তোমাদের জন্য শিগগিরই একটি দারুণ খবর আসছে। অবশেষে এটা হতে যাচ্ছে। অনেক দিন পর ঢাকায় ফিরছে অ্যাকসেন্ট। আমি জানি, সেখানে আমার অনেক ভক্ত রয়েছেন। অপেক্ষা আর সইছে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।’
তবে এখনও অ্যাকসেন্টের কনসার্টের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কিংবা কবে ব্যান্ডটি আসবে—এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।