× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুখবর দিলেন চঞ্চল চৌধুরী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৪:৩৯ পিএম

চঞ্চল চৌধুরী । ছবি: ফেসবুক

চঞ্চল চৌধুরী । ছবি: ফেসবুক

বাঙালির আন্তর্জাতিক অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের মনেও জায়গা কিনেছেন। তার হাতে যখন কোনো চরিত্র এসে পড়ে, তখন সেটিতে তিনি কুমোরের ভূমিকায় অবতীর্ণ হন। নিজেকে ভেঙে তৈরি করেন চাহিদা অনুযায়ী। এর প্রমাণ দিয়েছেন সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ সিনেমায়। এতে তিনি হাজির হন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের অবয়বে; যা দুই বাংলায় সাড়া ফেলে দেয়।

সিনেমাটি এবার ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)’য় জায়গা করে নিয়েছে। কানাডার টরন্টোয় উৎসবের পর্দা উঠবে ১০ অক্টোবর। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। প্রোমো প্রকাশ করে তথ্যটি সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন চঞ্চল চৌধুরী।

এ বছর বলিউডের অন্যতম আলোচিত ছবি দিলজিৎ দোসাঞ্জ-পরিনীতি চোপড়া অভিনীত ‘চমকিলা’ এবং বিজয় সেতুপতির ‘গান্ধী টকস’ নির্বাচিত হয়েছে। এ ছাড়া আরও দেখা যাবে অভিষেক বচ্চন-নিমরত কৌর অভিনীত ‘কালিধর লাপাতা’, বোমান ইরানি অভিনীত ‘দ্য মেহতা বয়েজ’, কানি কুশ্রুতি অভিনীত ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’, অদিতি রাও হায়দারি অভিনীত ছবি। বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’ও জায়গা করে নিয়েছে এ আসরে।

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমির চলচ্চিত্র ক্যারিয়ারের ৫০ বছর উদ্‌‌যাপন করা হবে এ উৎসবে। দেখানো হবে তার বর্তমান সময়ের ছবি ও তার একাধিক ক্লাসিক ছবি। গেস্ট অব অনার হিসেবে থাকবেন বলিউডের প্রখ্যাত নির্মাতা ইমতিয়াজ আলি, দীপা মেহতা ও বোমান ইরানি। মাস্টারক্লাস করাবেন বলিউডের অন্যতম মেধাবী অভিনেতা মনোজ বাজপায়ি, মাস্টারমেকার অনুরাগ ক্যাশপসহ আরও অনেকে।

এবারের উৎসবে ১০ দিনে ১২০টির বেশি সিনেমা দেখানো হবে। শুধু তাই নয়, থাকছে ৩০টির বেশি চলচ্চিত্রবিষয়ক ইভেন্ট ও মাস্টারক্লাস। সেই সঙ্গে বিভিন্ন দেশের নামকরা তারকার সমাগম, রেড কার্পেট লুক তো রয়েছেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা