× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ধুম ফোর’-এ রণবীর কাপুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৮ পিএম

 রণবীর কাপুর । ছবি: সংগৃহীত

রণবীর কাপুর । ছবি: সংগৃহীত

যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ‘ধুম-ফোর’ সিনেমার নায়ক হচ্ছেন কে—এ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। গুঞ্জনে নাম এসেছে শাহরুখ খানেরও। দক্ষিণী সুপারস্টার সুরিয়ার নামও শোনা যায়।

তবে পিঙ্কভিলা বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ‘ধুম-ফোর’-এর মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এটি হতে চলেছে রণবীর কাপুরের ক্যারিয়ারের ২৫তম সিনেমা।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছেন, রণবীরের সঙ্গে বহুদিন ধরে এ বিষয়ে কথাবার্তা চলছে। তিনি সব সময়ই সিনেমাটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এখন অবশেষে ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্র নিশ্চিত করা হয়েছে।

সূত্র আরও জানিয়েছেন, ‘ধুম ফোর’ বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে। দর্শক এমন কিছু দেখবেন যা আগে দেখেনি কেউ।

যশরাজ ফিল্মসের অন্যতম সফল ছবি ‘ধুম’ মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। তখন অভিনয় করেছিলেন জন আব্রাহাম। পরবর্তী দুই কিস্তিতে ছিলেন যথাক্রমে হৃতিক রোশন ও আমির খান। এবার রণবীর কাপুর বক্স অফিস কতটা কাঁপাতে পারেন সেদিকটায় চোখ থাকবে সবার। এর শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষের দিকে। মুক্তি পাবে ২০২৬ সালে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা