প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৭ এএম
ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি: ফেসবুক
দেশের পট পরিবর্তনের পর ছন্দপতন চলচ্চিত্রশিল্পে। ভিসা জটিলতায় কয়েকজন অভিনেত্রী কলকাতার সিনেমার কাজ ছেড়েছেন। আবার সেখানকার অভিনেত্রীরাও ঢাকায় আসতে পারছেন না। ফলে তাদের চুক্তিবদ্ধ সিনেমাগুলোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ‘তরী’ শিরোনামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রাশিদ পলাশ। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় প্রথম ধাপের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। চলছে দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ের প্রস্তুতি।
এদিকে খবর ছড়িয়েছে, জটিল পরিস্থিতির কারণে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে। তবে পরিচালক জানালেন ভিন্ন কথা। এ রকম কোনো তথ্য নেই তার কাছে। খানিকটা বিস্ময় নিয়ে পলাশ বলেন, ‘কে বলল ঋতুপর্ণা সেনগুপ্তকে বাদ দিয়েছি? তাকে ছাড়াই কাজটি করব এ রকম কিছু এখনও আমরা স্থির করিনি। বলেছি, আমরা ঋতুপর্ণাকেই চাই। ঋতুপর্ণাকে নিয়েই কাজ করব। কিন্তু যদি নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয় কিংবা পরিস্থিতির কারণে ছবিটি ঝুলে যায় তখন হয়তো আমরা ভিন্ন কিছু ভাবব। সব মিলিয়ে পরিকল্পনায় এখনও ঋতুপর্ণাই আছেন। তবে পরিস্থিতি যদি পক্ষে না আসে তাহলে অন্য কাউকে ভাবতেই হবে।’
গত বছর তরী নির্মাণের ঘোষণা দেন রাশিদ পলাশ। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে বেড়ে ওঠা এক নারীর গল্প বলা হবে এ ছবিতে। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।
এদিকে ঢালিউডের অসংখ্য ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। মান্না, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, আমিন খান, রিয়াজের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে দেখা গেছে তাকে। সম্প্রতি কাজ করেন ‘স্পর্শ’ নামে যৌথ প্রযোজনার একটি ছবিতে। এতে জুটি বাঁধেন নিরবের সঙ্গে।