× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমার জন্য বাড়ি বিক্রি করেছিলেন জ্যাকি শ্রফ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১১:০৭ এএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৩:১৮ পিএম

সিনেমার জন্য বাড়ি বিক্রি করেছিলেন জ্যাকি শ্রফ

তারকা হতে গেলে প্রয়োজন হয় অনেক ত্যাগের। বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ তার বাইরে নন। জীবনের সংগ্রামী দিনগুলোর কথা এখনও ভুলে যাননি তিনি। সম্প্রতি তেমনই একটি স্মৃতি মনে করে জানান, সিনেমার জন্য এক সময় বাড়ি বিক্রি করতে হয়েছিল তাকে।  

সময়টা ২০০২ সাল। ‘বুম’ মুক্তির পর সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন জ্যাকি শ্রফ। প্রযোজক ছিলেন স্ত্রী আয়েশা শ্রফ। সে সময় ঘটনাচক্রে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পাইরেসির শিকার হয়। আইনি জটিলতায় মুক্তি আটকে যায় ‘বুম’-এর। এরপর জ্যাকিকে করতে হয় অনেক ধারদেনা। কীভাবে মেটাবেন বুঝতে না পেরে বসতবাড়ি বন্ধক দিয়ে দেন তিনি। এরপর ছবিটি ব্যর্থ হলে বাড়িটি হাতছাড়া হয়ে যায় শ্রফ পরিবারের।

সম্প্রতি করণ জোহরের কফির আড্ডায় এসে সেই দুর্দিনের কথা বলতে বলতে চোখ ভিজে যায় জ্যাকির। 

অনুষ্ঠানে তিনি জানান, ‘বুম’ আমার জীবনে অনেকটা জুড়ে ছিল। পাইরেসির চক্রে পড়ে ডিস্ট্রিবিউটররা পিছিয়ে গেলেন। আমার ছবির দায়িত্ব নিল না কেউ। তখন পাশে দাঁড়িয়েছিল আমার স্ত্রী। বলেছিল, ‘এটা আমাদের পরিবারের সম্মানের প্রশ্ন। আমরা নিশ্চয়ই ছবি মুক্তির ব্যবস্থা করব। পাশে আছি তোমার।‘

সে সময় জ্যাকি তাদের বসতভিটা বন্ধক দেয়। কিন্তু কষ্ট করে ‘বুম’ মুক্তির ব্যবস্থা করলেও সেটি ব্যর্থ হয়। বাড়ি হাতছাড়া হয়ে যায়। খুব যন্ত্রণার মধ্যে দিন কেটেছে তাদের। কিন্তু জ্যাকির ছেলে টাইগার অভিনয়ে এসেই প্রথম প্রতিশ্রুতি দেন মাকে। জানান, বাড়িটা তিনি ফিরিয়ে আনবেন।

এর আগে টাইগারও একাধিক সাক্ষাৎকারে তাদের বাড়ি বিক্রির যন্ত্রণা ব্যক্ত করেছেন। বলেন, 'আমি জানতাম, আমরা চেষ্টা করেছি। কিন্তু পারিনি। মনে পড়ে, একটা একটা করে আসবাব বেচে দেওয়া হচ্ছিল। মায়ের হাতের কাজ, লণ্ঠন…যা কিছুর মধ্যে আমার বেড়ে ওঠা, সব একে একে অদৃশ্য হয়ে গেল। বিছানা ছেড়ে মেঝেতে শুতে শুরু করলাম আমি। খুব খারাপ লেগেছিল। সেই বয়সেই আমি কিছু কাজ জুটিয়ে মা-বাবার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি ছিল না। কোনোভাবে পাশে দাঁড়াতে পারিনি বলে আফসোস হয়।‘

তবে জ্যাকি জানান, টাইগার কথা রেখেছিলেন। মাকে একটি বাড়ি কিনে দিয়েছিলেন তিনি রোজগারের টাকায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা