× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোবেলের ভুল স্বীকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০ এএম

মাইনুল আহসান নোবেল

মাইনুল আহসান নোবেল

সম্ভাবনাময় গায়ক ছিলেন মাইনুল আহসান নোবেল। তার উত্থান হয়েছিল ভারতের একটি গানের প্রতিযোগিতার মাধ্যমে। কিন্তু একটা সময় দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে আপত্তিকর মন্তব্য আর ব্যক্তিগত জীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অনুরাগীদের মন থেকে ছিটকে পড়েন। হারিয়ে যান।

সবকিছু হারানোর পর নোবেল এখন ভুল বুঝতে পেরেছেন। অল্প সময়ের মধ্যে তারকা খ্যাতি আর অর্থ সামলাতে না পেরে জীবনের তাল কেটে যায় তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন তিনি। তার ভাষায়, ‘আমার সব অভিযোগ নিজের ওপরই। আমি আমাকে যত্ন করতে পারিনি। তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এ দোষ শুধুই আমার। কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইত তা-ই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না। যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি।’

নগরবাউল জেমসের গান বেশি গাওয়ায় তাকে তার সঙ্গে তুলনা করা হয়। এ কারণে সে সময় নিজস্বতা হারিয়ে যায় বলে মনে করেন নোবেল। তিনি বলেন, ‘রিয়্যালিটি শো আমাকে তারকা খ্যাতি এনে দেয়। এরপর ভক্তরা আমাকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে দেন। এ বিষয়ে আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু আমি বিষয়টি উপভোগ করে নিজেকে তখন হারিয়ে ফেলি। পরে বুঝতে পারি, জেমস ভাইয়ের সঙ্গে তুলনাই আমাকে সে সময় শেষ করে দিয়েছিল। কারণ জেমস ভাই ভিন্ন 

বিষয়। তিনি দেশের ব্যান্ডসংগীতের একটি স্তম্ভ। আমি কেন, বিশ্বের কেউই সংগীতে তার সমতুল্য হতে পারবেন না।’

চার বছর পর নতুন গানে ফিরছেন নোবেল। এত কিছুর পর অনুরাগীদের মনে নতুন করে ঠাঁই পাওয়া কঠিন বলে মনে করেন তিনি। তবে অতীতের ভুল শুধরে নতুনভাবে জীবন শুরুর চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা