× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার গোয়েন্দা রূপে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৯ পিএম

মোশাররফ করিম । ছবি: সংগৃহীত

মোশাররফ করিম । ছবি: সংগৃহীত

চরিত্রের ভিন্নতার ধারাবাহিকতায় এবার গোয়েন্দা রূপে পর্দায় হাজির হবেন মোশাররফ করিম। অভিনয় করেছেন ‘ক্লাব টোয়েন্টি নাইন’ ওয়েব ফিল্মে। এটি মূলত ‘মির্জা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব। চরিত্রটিকে কেন্দ্র করে আরও কয়েকটি কিস্তি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিচালক সুমন আনোয়ার। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে দৃশ্যধারণের কাজ। 

ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, “এক ব্যক্তির গোয়েন্দা হয়ে ওঠার গল্প ‘মির্জা’। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে। তার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়েই এর প্রথম কিস্তি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে এটি। প্রতি পর্বে দেখা যাবে ভিন্ন গল্প। প্রথম পর্বের নাম ‘ক্লাব টোয়েন্টি নাইন’। এর পর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো।”

এটি ঘিরে আকাশচুম্বী প্রত্যাশা তার। তিনি বলেন, ‘প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে একধরনের প্রত্যাশা থাকে। মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে। এর গল্প, শিল্পীদের পারফরম্যান্স— সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড।’

দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শুটিং করতে বেশ বেগ পেতে হয়েছে সুমন আনোয়ারকে। তবে সেরাটা বের করে আনতে সর্বাত্মক চেষ্টা করেছেন। তার কথায়, ‘দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এমন একটি কোয়ালিটি প্রোডাকশন তৈরি করাও যুদ্ধের মতো। দিন শেষে আমাদের শুটিং দুর্দান্ত হয়েছে। কিন্তু এই শুটিংয়ের পেছনে আমার যে পরিশ্রম হয়েছে, সেটা হওয়ার কথা ছিল না। নিজের দায়িত্বের বাইরেও অনেক কাজ করতে হয়েছে।’ 

এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পারসা ইভানা। সিনেমাটি নিয়ে তিনিও খুব আশাবাদী। শুটিং ইউনিটের ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে লেখেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য আশীর্বাদের মতো। এ ছাড়া নির্মাতা সুমন আনোয়ারের পরিচালনায় কাজ করা বড় একটি সুযোগ। মির্জার সঙ্গে জড়িত সবাইকে অনেক ধন্যবাদ। মির্জা রিলিজের অপেক্ষায়।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ। চলতি বছরের শেষ নাগাদ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে এটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা