× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার একটা দুঃখ আছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৭ এএম

ইয়াশ রোহান

ইয়াশ রোহান

জনপ্রিয়তার নিরিখে ইয়াশ রোহানের অবস্থান প্রথম সারিতে। চরিত্রভেদে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটে যায়। এ যেমন সবশেষ ‘ফরগেট মি নট’ শিরোনামের রোমান্টিক-সাইকোলজিক্যাল ওয়েব ফিল্মে অভিনয় প্রশংসিত হচ্ছে। সমাজমাধ্যমের বিভিন্ন গ্রুপে নেটিজেনরা তাকে বাহবা দিচ্ছেন। 

ওয়েব ফিল্মটির গল্প নিজের জীবনের সঙ্গে সাদৃশ্য রয়েছে বলে জানালেন ইয়াশ। তিনি বলেন, ‘এর সঙ্গে আমার অনেকটা মিল আছে। ইয়াশ আসলে বাস্তবে ইউনিভার্সিটি লাইফে ফাহিমের মতোই ছিল। ফাহিমের জীবনে অর্থি নামে একটি মেয়ে ছিল। ইয়াশের লাইফেও ছিল। কিন্তু একই নামে নয়। তবে ফাহিমের কোনো লাভিং ফ্যামিলি ছিল না। কেয়ারিং ফ্রেন্ডস ছিল না। কিন্তু আমার তা আছে। এটাই কেবল ফাহিমের সঙ্গে আমার পার্থক্য।’

তবে প্রথম দিকে এতে কাজ করা নিয়ে শঙ্কায় ছিলেন ইয়াশ। কারণ তখন তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। অভিনেতার কথায়, ‘গত বছরের নভেম্বরের দিকে ওয়েব ফিল্মটির শুটিং করেছি। কিন্তু তখন অন্য একটি কাজের কমিটমেন্ট ছিল। রিহার্সেল করছিলাম। ওই সময় পরিচালক রবিউল আলম রবি ভাই শিডিউল চাইলে সেই কাজটির সঙ্গে ক্লাস করছিল। তাই গল্পটি শুনতে চাইনি। তবুও তিনি আমাকে জোর করে গল্প শোনান। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। গল্পটি শোনার পর আমার ভালো লেগে যায়, তাই যে কাজটির করছিলাম সেটির পরিচালককে বুঝিয়ে ‘ফরগেট মি নট’র কাজ করি।’ 

এতে অর্থি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এ জুটির রসায়নে মুগ্ধ দর্শক। এ অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইয়াশ বলেন, ‘তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। আমার একটা দুঃখ আছে, আমি যখন নিয়মিত কাজ শুরু করি ততদিনে মেহজাবীন আপু ছোটপর্দায় কাজ কমিয়ে দিয়েছেন। তবে আমি সামনে তার সঙ্গে আরও অনেক কাজ করতে চাই।’

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে তাদের সমর্থনে অনেক তারকা রাস্তায় নেমেছিলেন। সেসময় নিজের অবস্থান প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘আমার জায়গা থেকে যতটুকু পেরেছি, ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু সত্যি বলতে, আমাদের হাতে তো খুব একটা বেশি কিছু করার ছিল না। এই যে হেল্পনেস থাকাটা আমার কাছে হতাশাজনক ছিল।’

অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার চলছে। এটাতে সমর্থন করে ইয়াশ বলেন, ‘আমি চাই প্রতিটা ইন্ডাস্ট্রিতে সংস্কার হোক। দেশ একটা ভালো জায়গায় যাক, এটা চাওয়া। 

এদিকে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে সংস্কৃতিকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। এটা নিয়ে এ অভিনেতা বলেন, ‘এখানে শিল্পী হিসেবে না, বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলতে চাই। আমাদের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানো উচিত।’

ক্যারিয়ারে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা আছে ইয়াশের। তবে এখন তার ব্যস্ততা নাটক-ওয়েব নিয়ে। পছন্দসই গল্প পাচ্ছেন না বলেই বড়পর্দায় দেখা যাচ্ছে না তাকে। তবে শিগগিরই নতুন ছবিতে দেখা যাবে বলে জানালেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা