× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান খানের হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৬ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৮ পিএম

সালমান খান । ছবি: সংগৃহীত

সালমান খান । ছবি: সংগৃহীত

উন্মাদনার আরেক নাম সালমান খান। সারা বিশ্বে কোটি কোটি ভক্ত তার। সিনেমা হলে তো বটেই, তাকে সরাসরি দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। তাদের সেই দুর্বলতা কাজে লাগিয়ে বলিউড ভাইজানের নাম ভাঙিয়ে জালিয়াতি করল প্রতারকচক্র। তারা খবর ছড়িয়েছেন, ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ উপলক্ষে টিকিট বিক্রিও শুরু করে দেয়। ভক্তরাও বিশ্বাস করে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

জালিয়াতির খবরটি কানে পৌঁছাতেই গর্জে ওঠেন সালমান খান। অভিনেতার পক্ষে ব্যক্তিগত সহায়ক জর্ডি প্যাটেল সমাজমাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘জানিয়ে দিতে চাই, সালমান খান আমেরিকায় কোনো কনসার্টে অংশ নিচ্ছেন না। খবরটি সম্পূর্ণ মিথ্যা। যারা এটা প্রচারণা করছেন, তারা প্রতারক। দয়া করে তাদের বিশ্বাস করবেন না। টিকিট কেনা থেকে বিরত থাকুন। জালিয়াত চক্রের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সবশেষ সালমান খান মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার-৩’ ছবিতে অভিনয় করেছেন। সেটি ছিল আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ। এখন তিনি ব্যস্ত সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘সিকান্দার’র শুটিংয়ে। তার বিপরীতে থাকছেন রাশমিকা মান্দানা। কয়েক দিন আগে যুক্ত হয়েছেন কাজল আগারওয়াল। তবে তার চরিত্রটি সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। এ ছাড়া এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীল শেঠিকে। 

এ আর মুরুগাদোসের পরিচালনায় মাসখানেক আগে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’র শুটিং। পিঙ্কভিলার তথ্য মতে, সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য ৪৫ দিনের শিডিউল দিয়েছেন সালমান। শুটিংয়ের জন্য মুম্বাইয়ের প্রত্যন্ত এলাকার সেট নির্মাণ করা হয়েছে। নিখুঁত সেট তৈরির জন্য ডিজাইনাররা তিন মাস ধরে কাজ করেছেন। খরচ হয়েছে ১৫ কোটি রুপি বা ২১ কোটি টাকা। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে এটি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা