প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩১ এএম
তানজিম সাইয়ারা তটিনী
সফলতাকে তালুবন্দি করতে সময় নেননি তানজিম সাইয়ারা তটিনী। মাত্র কয়েক বছরের পথচলায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। ২০১৯ সালে যাত্রা; মডেল হয়েছেন বহু বিজ্ঞাপনে। পরের বছর ‘তাকদীর’ ওয়েব ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। তবে তাকে বেশি পরিচিতি এনে দেয় ২০২২ সালে অভিনীত ‘সুহাসিনী’ নাটক। এর পর থেকেই অভিনেত্রীর নামের সঙ্গে এ বিশেষণ জুড়ে দেওয়া হয়।
চরিত্রের নামে পরিচিতি পাওয়া ক্যারিয়ারের অন্যতম অর্জন বলে মনে করেন তটিনী। বলেন, ‘খুব গর্ব অনুভব করি আমি। কারণ সবার ক্ষেত্রে এমনটা হয় না। আমাকে মানুষ “সুহাসিনী” নামে বেশি চেনেন। তবে “তটিনী” নামটি আমার নানাভাই রেখেছিলন। এর অর্থ নদী।’
নামের সঙ্গে বাস্তবের অনেক মিল আছে তটিনীর। নদীর মতো তার জীবনেও অনেক জোয়ারভাটা আছে। যদিও তাতে ঘাবড়ে যান না। শান্ত স্বভাবের মেয়ে বলেই পরিস্থিতি সামাল দেন শান্তভাবে।
কাজের চাপে তটিনীর এখন দম ফেলার ফুরসত নেই। বৈচিত্র্যময় নানা চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন নিয়মিত। যদিও তার ক্যারিয়ার ঘুরিয়ে দিয়েছিল ২০২৩ সালে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘সময় সব জানে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। জীবনের এ জাদুকরী পরিবর্তনের পেছনে পরিশ্রমকেই এগিয়ে রাখছেন তিনি। তার কথায়, ‘ইন্ডাস্ট্রিতে লাক বলতে একটা জিনিস আছে। সেই সঙ্গে আমার কাছে সবার প্রথম মনে হয়, আপনি যদি পরিশ্রমী বা কাজের প্রতি সৎ না হন তাহলে সফলতা আসবে না। সুযোগ সবার জীবনে কমবেশি আসে। সেটা কাজে লাগাতে জানতে হয়। তা যদি না পারি তাহলে যত বড় সুযোগ আসুক না কেন, কিছুই করতে পারব না। তাই পরিশ্রমী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ মনে করি।’ সফলতা পেলেও তটিনী মনে করেন এখনও অভিনয়ের অনেক কিছু শেখার বাকি আছে। টিকে থাকার লড়াইয়ে দিন দিন নিজের আরও উন্নতি করতে চান। তার কথায়, ‘নিজের অ্যাক্টিং এখনও অনেক কিছু শেখার বাকি। আরও ইমপ্রুভ করতে চাই। আমি চাই দশ, পাঁচ বা দুই বছর পর যখন ইন্ডাস্ট্রিতে থাকব না; তখন মানুষ যেন মনে রাখেনÑনাটকে একসময় তটিনী নামে একজন অভিনেত্রী ছিলেন।’
অনুরাগীরা তটিনীকে তুলনা করেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে। এতে তিনি মোটেও মন খারাপ করেন না। বরং ভালো লাগে। তিনি বলেন, ‘আমার কাছে ভালো লাগে যখন দর্শক এমন মানুষের সঙ্গে তুলনা করেন, যাদের আমরা আইডল মনে করি। মেহজাবীন আপু ছোটপর্দার সফল একজন অভিনেত্রী। তিনি একজন দারুণ অভিনেত্রী। সেই সঙ্গে তার ব্যক্তিত্ব আমার মতো নতুনদের জন্য উদাহরণ।’ এদিকে সিনেমায়ও অভিনয় করার সুপ্ত ইচ্ছা আছে তটিনীর। স্মরণীয় হয়ে থাকবে এমন চরিত্রে বড়পর্দায় হাজির হতে চান। তবে এখনই নয়। সেজন্য নিতে চান সময়। এখন ছোটপর্দাতেই মন দিয়ে কাজ করতে চান।