প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৯ পিএম
নাজিফা তুষি
ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘হাওয়া’র মাধ্যমে দর্শকের নজরকাড়েন ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি। এ মুহূর্তে নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
বিভিন্ন কন্টেন্টের শুটিং করেছেন তিনি। এসব নতুন কাজ তাকে সমৃদ্ধ করেছে বলেও মনে করেন তুষি। সম্প্রতি একটি গণমাধ্যমে এমনটিই জানালেন তিনি। মাঝে নতুন কোনো কাজের খবর সেভাবে দিতে না পারলেও জানালেন আগামী বছরে তিনটি সিনেমায় দেখা যাবে তাকে। হাওয়া মুক্তির পর প্রায় ছয় মাস কোনো কাজ না করলেও অভিনয়ে নিজের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মশালা ও কোর্সে অংশ নিয়েছেন এবং প্রাচ্যনাটের সঙ্গেও যুক্ত ছিলেন। তার মতে, নতুন কাজগুলো তাকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছে।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কাজ করার ফলে তার নিজস্ব অভিনয়ে নতুনত্ব আসছে। ভেবেচিন্তে হ্যাঁ বলেছিলেন সিনেমার পরিচালক-প্রযোজককে। কিন্তু তারা কারা, সে বিষয়ে কিছুই বলেননি তুষি। তার কথায়, এখনই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না। প্রযোজক-পরিচালকরা সময়মতো জানাবেন। অভিনেত্রীর কথায়, ‘সিনেমাটি নিয়ে কিছু বলা বারণ। এ কারণে আমিও কিছু খোলাসা করতে পারছি না। আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও তো কাজের খবর জানাতে ইচ্ছা করে।’
মাঝের বিরতিতে সৈয়দ জামিল আহমেদের কাছে একটা স্বল্পমেয়াদি ও মাস্টার্স কোর্স করেছেন। এর বাইরেও তার কাছে অভিনয়, চিত্রনাট্য লেখা ও ভয়েস মডিউলেশনের অনেকগুলো কর্মশালা করেছেন। অভিনয়ে নিজেকে আরও এগিয়ে নিতে প্রাচ্যনাটের সঙ্গেও যুক্ত হন। ভক্তদের অপেক্ষা করার আহ্বান জানিয়ে তুষি বলেন, ‘একটি কাজ শেষ হয়েছে। কাজটি পছন্দের পরিচালকের সঙ্গে হয়েছে এবং সেটি ভালো হয়েছে। যার সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের পরিচালক। যে প্রসেসে কাজটা হয়েছে, এটা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো।’
তুষি জানালেন, তাকে আগামী বছর পর্দায় দেখা যাবে। একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে। আপাতত সে অপেক্ষাতেই থাকতে হবে। ২০১৪ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। ওই আসরে তিনি প্রথম রানারআপ হয়েছিলেন। এরপর ২০১৬ সালে নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ দিয়ে শুরু করেন চলচ্চিত্রে যাত্রা। আলোচিত ও ব্যবসাসফল ‘হাওয়া’ সিনেমায় ‘গুলতি’ চরিত্রটি তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। এ ছাড়া আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ দিয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি।