লিজেন্ডস অব দ্য ডেকেড
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৬ পিএম
১৯৯৭ সালে শুরু হওয়া ব্যান্ডটির ২৭ বছর পূর্তি হচ্ছে এ বছর
বাংলাদেশের ব্যান্ড মিউজিকে দীর্ঘ সময়ের পথচলা জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস। ১৯৯৭ সালে শুরু হওয়া ব্যান্ডটির ২৭ বছর পূর্তি হচ্ছে এ বছর। এ উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে পারফর্ম করবে তারা।
বাংলাদেশের ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে ভাইকিংস বেশ জনপ্রিয়। নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত হওয়া ব্যান্ডটি লাইমলাইটে আসে ১৯৯৯ সালে ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে। বর্তমানে ব্যান্ডটির ভোকাল হিসেবে রয়েছেন তন্ময় তানসেন। এ ছাড়াও ব্যান্ডের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন গিটারে আজমাইন আদিল ও ফারুক হোসাইন শুভ, বেজ গিটারে জিয়া স্বপন, কীবোর্ডে মাহবুব চৌধুরী এবং ড্রামসে মেটা সুশি।
২৭ বছরের পথচলায় ভাইকিংস বাংলাদেশের সংগীতপ্রেমীদের উপহার দিয়েছে ‘অপেক্ষা’, ‘অপেক্ষা-২’, ‘ঈশ্বর’, ‘যদি’, ‘ভয়’ ও ‘জীবনের কোলাহল’-এর মতো জনপ্রিয় গান। ইতোমধ্যেই কনসার্টটিতে জনপ্রিয় উপমহাদেশীয় ব্যান্ড ‘জাল’ পারফর্ম করবে বলে জানা গেছে। এই কনসার্টে জালের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। এ কনসার্টের মাধ্যমে দীর্ঘ এক বছর পর স্টেজে ফিরছেন বেজবাব সুমনও।