× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবনের সেরা উপহার পাওয়ার গল্প জানালেন আঁখি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম

জীবনের সেরা উপহার পাওয়ার গল্প জানালেন আঁখি

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গান গেয়ে দেশের শ্রোতাদের মন জয় করেছেন অনেক আগেই। এবার তিনি জানালেন তার মন জয় করা একজনের গল্প। যার কাছ থেকে তিনি উপহার পেয়েছিলেন হীরার একটি সেট। তিনি আর কেউ নন। তিনি হলেন দেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গল্পটি তিনি রুনা লায়লার ৭০তম জন্মদিনে প্রকাশ করেন। 

এই অমূল্য উপহার পেয়ে আনন্দিত আঁখি আলমগীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রুনা আন্টির সঙ্গে আমার সম্পর্ক মা-মেয়ের মতো। তিনি আমাকে সর্বপ্রথম হীরা উপহার দিয়েছেন। যেটি কেউ জানে না। এটি ছিল আমার জীবনের প্রথম কোনো হীরার নেকলেস। 

মজার বিষয় হলো তিনিও এর আগে হীরা কেনেননি কখনও। তার মানে তার কেনা প্রথম হীরার টুকরো আমাকেই উপহার দিয়েছেন তিনি। যেটি আমার জন্য যেমন সম্মানের তেমন গর্বের।’

এ সময় আঁখি আলমগীর মানুষ হিসেবে রুনা লায়লা কেমন জানতে চাইলে বলেন, ‘তাকে যেমন আল্লাহ পাখির মতো একটি কণ্ঠ দিয়েছেন, ঠিক তেমনই তার মনটাও দিয়েছেন শিশুদের মতো। তিনি খুব সাধারণ একজন মানুষ। তার মধ্যে না আছে কোনো অহংকার, না আছে মানুষের প্রতি অসম্মান। এত বড় একজন মানুষ হওয়া সত্তে¡ও তিনি সবাইকে নিজের মতো করে ভালোবাসেন সম্মান করেন। 

তার কাছে প্রতিটি মানুষই সমান। একজন মানুষের এর চেয়ে ভালো গুণ হতে পারে বলে আমি মনে করি না।’

আঁখি ১৯৮৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ চলচ্চিত্রে কিশোরী জরি চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। তার প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক ১৯৯৪ সালে ‘বিদ্রোহী বধূ’ চলচ্চিত্রে। এ ছাড়া ১৯৯৭ সালে তার প্রথম একক গানের অ্যালবাম ‘কলি’ প্রকাশিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা