× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের ইতিহাসে সবচেয়ে বড় কনসার্ট ২ ডিসেম্বর

মহিউদ্দিন আলী মাহি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৯:২৬ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৯:৫৪ পিএম

দেশের ইতিহাসে সবচেয়ে বড় কনসার্ট ২ ডিসেম্বর

করোনা মহামারির পর দেশে এই প্রথম হতে যাচ্ছে দেশসেরা ব্যান্ড নিয়ে ‘বামবা’র কনসার্ট। প্রায় ৯ বছর আগে কিংবদন্তি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এ উৎসব।

ব্যান্ডসংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এখন আরও বিশালতায়। বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে এবার যুক্ত হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। ২ ডিসেম্বর এ আসরে গাইবে দেশসেরা ১৬টি ব্যান্ড।

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে অংশ নেবে নগরবাউল, মাইলস, ওয়ারফেজ, শিরোনামহীন, অর্থহীন, আর্টসেল, সোলস, ফিডব্যাক, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, ভাইকিং, পেন্টাগন, ক্রিপটিক ফেইট এবং পাওয়ারসার্জ।

ব্যান্ড দিবস ও কনসার্ট নিয়ে বামবা সভাপতি ও মাইলসের ব্যান্ডতারকা হামিন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটি বাচ্চু ভাই জীবিত থাকতে প্রতি বছর আয়োজন করা হতো। তার মৃত্যুর পর দুই বছর বন্ধ ছিল। এ বছর চ্যানেল আই আমাদের সঙ্গে থাকায় আমরা নতুন ভাবে আবার শুরু করতে যাচ্ছি। এখন থেকে প্রতি বছর এটি পালন করা হবে।’ হামিন আরও বলেন, ‘এ বছর দেশের জনপ্রিয় ১৬টি ব্যান্ড পারফর্ম করবে। তাই বলাই যায়, দেশের ব্যান্ড ইতিহাসে নতুন কিছু যোগ হতে যাচ্ছে। সবাই দেশের ব্যান্ডসংগীতের সঙ্গে থাকুন।’

বামবার ভাইস প্রেসিডেন্ট ও ওয়ারফেজের এসএম আলম টিপু প্রতিদিনের বাংলাদেশকে জানান, তারাও প্রস্তুত ভালো একটি আয়োজন করতে।

টিপু বলেন, ‘কোভিডের পর ঢাকায় বামবার কনসার্ট হচ্ছে। দর্শক-শ্রোতাদের বলব, ২ ডিসেম্বর আপনারা সবাই আসুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। পছন্দের ব্যান্ডের পেজে চোখ রাখলেই কনসার্ট সম্পর্কে আরও জানতে পারবেন।’ কনসার্টটি দুই দিন করার পরিকল্পনা ছিল বলে জানান টিপু। কিন্তু অনুমতি না পাওয়ায় এক দিনেই পুরো আয়োজনটি করতে হচ্ছে তাদের।

‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’-এর আসন্ন কনসার্ট নিয়ে প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘বাংলা ব্যান্ড গানের প্রসার নিয়ে ভাবতেন কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তার দেখা স্বপ্নের সঙ্গে ছিল চ্যানেল আই। এবার সেই স্বপ্ন আরও বড় পরিসরে পৌঁছে দিতে আমাদের সঙ্গে যুক্ত হলো বামবা। আমরা তাদের এমন প্রয়াসকে সাধুবাদ জানাই।’

আসন্ন ফেস্টের বিস্তারিত জানিয়ে ইজাজ খান স্বপন আরও জানান, প্রতি বছর ১ ডিসেম্বর দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার হবে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’। ‘উল্লাসে, উচ্ছ্বাসে, তারুণ্যে’ স্লোগানে ঢাকায় কনসার্টটি হবে।

এতে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের অংশগ্রহণ নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেন দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও বেজিস্ট, গীতিকার, সুরকার জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, ‘চ্যানেল আই ও বামবার উদ্যোগে আমাদের দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো এক হয়ে কাজ করার সম্মতি জানিয়েছে। এটি অবশ্যই একটি ভালো সংবাদ। এটি একটি ঐতিহাসিক ঘটনা। একটি দেশের ব্যান্ডসংগীতকে সম্মান জানিয়ে ১ ডিসেম্বরকে ব্যান্ড দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের। আমরা প্রতি বছর এ দিনটি ব্যান্ড দিবস হিসেবে পালন করব এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের শুক্রবার এ দিনটি উদযাপনে একটি কনসার্ট করা হবে। যেখানে ব্যান্ডভক্তদের সঙ্গে একত্র হয়ে উদযাপন করব আমরা।’

এ সময় জিয়া আরও বলেন, ‘বামবা সবসময় দেশের সব ব্যান্ডকে এক হয়ে কাজ করতে আহ্বান করে। সেই তাগিদে এবার দেশের ইতিহাসে এর চেয়ে বড় কনসার্টটি হতে যাচ্ছে ২ ডিসেম্বর। সবাই আসুন, আমরা রক পার্টি করব।’

এ আয়োজনে শামিল হওয়ার আনন্দে অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট ও কিবোর্ডিস্ট শিশির আহমেদ বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি আনন্দের সংবাদ। ১ ডিসেম্বর ব্যান্ড দিবস তার পরদিনই আমরা উদযাপন করছি বিশাল আয়োজনের কনসার্ট দিয়ে। এজন্য বামবা ও চ্যানেল আইকে ধন্যবাদ। দেশের জনপ্রিয় সব ব্যান্ডদল এক জায়গায় পারফর্ম করবে। এর থেকে আনন্দের কিছু হতে পারে না। অপেক্ষায় আছি দিনটির জন্য। আশা করি এমন আয়োজনের মাধ্যমে দেশের ব্যান্ডসংগীত আরও বেশি প্রসারিত হবে।’

বামবার এ আয়োজন নিয়ে বেশ উচ্ছ্বসিত ভাইকিং ব্যান্ডের ভোকালিস্ট তন্ময় তাহসিন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘পারফর্ম করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ২ ডিসেম্বর কবে আসবে! দেশের এতগুলো জনপ্রিয় ও লিজেন্ডারি ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে গান করা এটি আমাদের জন্য অনেক বড় একটি ব্যাপার। আশা করি আগত দর্শকদের মন জয় করতে পারব আমরা।’

আয়োজকরা জানান, ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় দেশের সবচেয়ে বড় কনসার্ট উপভোগ করতে প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। ২ ডিসেম্বর দুপুর ১২টায় আর্মি স্টেডিয়ামের গেট ওপেন হবে। বেলা সোয়া ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে কনসার্ট। চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করবে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা