প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৫ এএম
শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত
আট থেকে আশি, শ্রদ্ধা কাপুরের প্রেমে বানভাসি। তার অভিনয় দক্ষতা আর নজরকাড়া সৌন্দর্যে মোহিত হন দর্শক। এর প্রমাণ মিলবে ১৫ আগস্ট মুক্তি পাওয়া ‘স্ত্রী-টু’ সিনেমার আয়ের হিসাব কষলে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এটি ৬৫৫ কোটি রুপি আয় করেছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩৫ কোটি টাকা। এর মাধ্যমে চলতি বছরে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে এটি। সিনেমাটির প্রথম কিস্তিও দর্শকের মনে ধরেছিল। আয় করেছিল ১৮১ কোটি রুপি বা ২৫৮ কোটি টাকা।
একাধিক ব্যবসাসফল সিনেমা আছে শ্রদ্ধার ঝুলিতে। তবে অবাক করা তথ্য হলো, বাবা শক্তি কাপুর বলিউডের নামজাদা অভিনেতা হলেও তার পথচলা সহজ ছিল না। প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হয়েছে। একের পর এক বাধার দেয়াল টপকাতে হয়েছে তাকে। এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময় প্রসঙ্গে তিনি বলেন, আমাকে অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। এমনও হয়েছে যে, জানি অভিনয় করব। কথাবার্তা হয়েছে। দুদিন বাদে হয়তো শুটিং করতে যাব। কিন্তু আচমকাই খবর পেলাম আমাকে বাদ দেওয়া হয়েছে। যদিও এগুলো নিয়ে আমি কোনো দিন খুব বেশি ভাবিনি।
কষ্টের এ কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রদ্ধা। ভিজে যায় চোখ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরাও তার ব্যথা ভাগ করে নেন।
শ্রদ্ধার প্রথম ছবি ‘আশিকী-টু’ বলিউড বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। যদিও এরপর সেভাবে সফলতার দেখা পাননি। কিন্তু হতাশ হননি। চেষ্টা চালিয়ে গেছেন বলেই এখন তার বৃহস্পতি তুঙ্গে।