× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মন ভালো নেই জয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১১:২৬ এএম

জয়া আহসান। ছবি : সংগৃহীত

জয়া আহসান। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার বিচার দাবিতে সরব হয়েছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও। গত বৃহস্পতিবার থেকে রাজপথেও কর্মসূচি শুরু করেছেন তারা। রাজধানীর ফার্মগেটে হতাহতের প্রতিবাদ জানিয়ে বৃষ্টিতে ভিজে কর্মসূচি পালন করেছেন দৃশ্যমাধ্যমের পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সেখানে তারা দেশের পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য জানান। আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন। একই দিনে আন্দোলনের সময় সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শন করেছেন তারকাদের আরেকটি অংশ। তারাও এসব ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন। তারকাদের দুই অংশের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে বিনোদনজগতে চলছে নানা আলোচনা। 

শুরু থেকে কোনো পক্ষেই দেখা যায়নি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অংশগ্রহণ। কোটা আন্দোলনের শুরু থেকে এ নিয়ে কোনো মন্তব্য না করলেও এবার নীরবতা ভেঙেছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে চলমান পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জয়া। সেখানে লিখেছেন, এত দিন চুপ থাকার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। 

জয়া লিখেছেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো, তা অমোচনীয়। কেমন করে পথ চলব আমরা। অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা!’

তিনি আরও লিখেছেন, ‘দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখবো? কী বলবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে? প্রাণগুলো চলে গেছে, বিষণ্নতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!’ এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়ে জয়া লেখেন, ‘হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ 

ধূয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মত করে। শান্তি চাই , শান্তি চাই , শান্তি চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা