প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১২:০১ পিএম
বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন ও ঐশ্বরিয়া রায়
গত ২৯ জুলাই ছিল লিপস্টিক দিবস। বলিউডের নামকরা নায়িকারা মেতে ওঠেন লিপস্টিক দিবস উদ্যাপনে।
ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, সারা আলি খানসহ অনেক নায়িকা রয়েছেন সে তালিকায়। এ নায়িকারা ভিন্ন ভিন্ন রঙের লিপস্টিকে রাঙানো ঠোঁটের ছবি পোস্ট করেছেন ভক্তদের জন্য। লিপস্টিকে বিশ্বের অন্যতম সুন্দরী নারী তারকা ঐশ্বরিয়া রাই প্রকাশ করেছেন বেগুনি রঙে ঠোঁট রাঙানো ছবি। বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোন মেরুন রঙের লিপস্টিক দেওয়া ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন।
বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে সারা আলি খান অন্যতম। লিপস্টিক দিবস উপলক্ষে নীল রঙের লিপস্টিকে সাজার ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। তার এ ছবি দেখে ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। বলিউডের নায়িকাদের মধ্যে ফ্যাশন আইকন বলা হয় সোনম কাপুরকে। ফলে লিপস্টিক দিবসের মতো উপেলক্ষে তিনি ছবি পোস্ট করবেন না তা কি হয়? এ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে গাঢ় পোড়ামাটি রঙের লিপস্টিক পরা ছবিটি শেয়ার করেছেন।