প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১১:৫৭ এএম
নির্মাতা রাহুল মুখোপাধ্যায়
বাংলাদেশে এসে গোপনে একটি ওয়েব সিরিজের শুটিং করায় নির্মাতা রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতার ‘ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’। এ নিয়ে কয়েক দিন ধরেই উত্তপ্ত টলিউড।
দফায় দফায় আলোচনায় বসেও সমাধানে পৌঁছাতে পারেননি সংশ্লিষ্টরা। এবার পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, রবিবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিরেক্টরস গিল্ড। যেখানে লেখা, ‘অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি আগামীকাল ২৯ জুলাই থেকে যত দিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে তত দিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এ অনুরোধ প্রযোজ্য নয়।’ পরিচালকদের অভিযোগ, ফেডারেশন নিজেদের ইচ্ছামতো একতরফা আইন তৈরি করে। ফলে বাংলা চলচ্চিত্র জগতে কাজের পরিসর কমছে।