প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৩:২০ পিএম
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
বড়পর্দায় অভিষেক করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গত এপ্রিলে ভক্তদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার এলো আরও এক সুসংবাদ।
বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসবের একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। ৫ সেপ্টেম্বর বসছে এ উৎসবের ৪৯তম আসর। ১১ দিনব্যাপী উৎসবে থাকছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা সাবা। সম্প্রতি উৎসবের জন্য নির্বাচিত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে টিআইএফএফ। যেখানে ডিসকভারি প্রোগ্রামে ২৪টি চলচ্চিত্রের মাঝে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র সাবা। এটি মেহজাবীন অভিনীত প্রথম চলচ্চিত্র।
জন্মদিনে (১৯ এপ্রিল) সাবার পোস্টার শেয়ার করে মেহজাবীন লিখেছিলেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এ দিনেই টিভিনাটকে আমার অভিনয়যাত্রা হয়েছিল। আর আজ এ বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাইÑবড়পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’
অভিনেত্রী আরও বলেছিলেন, ‘২০২৩ সালের শুরুতেই আমরা এ চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি।’ সাবা অর্থ সকাল, সকালের মৃদু বাতাস। মেহজাবীনের আশা- ‘গল্প, চরিত্র, নির্মাণ, সহশিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগসহ সব মিলিয়ে সাবা আমার জীবনে সব সময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’ সাবায় নামভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার।
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। শুধু অভিনয় নয়, সাবা সিনেমাটি প্রযোজনাও করেছেন মেহজাবীন চৌধুরী। প্রযোজকের তালিকায় তার পাশাপাশি আছেন আরিফুর রহমান, তামিম আবদুল মজিদ, ত্রিলোরা খান, মাকসুদ হোসেন ও বরকত হোসেন পলাশ। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। আবহসংগীতে আম্মান আব্বাসি।
৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নারী দুর্গা চু-বোস পরিচালিত ‘বোজোঁ ত্রিস্তেস’। ফরাসি নাট্যকার-সাহিত্যিক ফ্রাঁসোয়া সেগোঁর উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন ক্লোয়ি সেভেনিয়ে। ডিসকভারি প্রোগ্রামে বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র জায়গা পেয়ে থাকে। এবারের আসরে নির্বাচিত হয়েছে সাবাসহ ২৪টি চলচ্চিত্র। এর মধ্যে ২০টির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এবারের উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ডিসকভারি প্রোগ্রামে পুরস্কারজয়ী পরিচালকদের তালিকায় আছেন আলফনসো কোয়ারন, ক্রিস্টোফার নোলান, ইয়োর্গোস লানতিমোস, ব্যারি জেনকিন্স, ইলদিকো আনিয়েদি, মারেন আদে ও এমা সেলিগম্যান।