প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১২:৫৫ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১৩:০০ পিএম
দর্শনা বণিক
কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে দেখা গেছে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’-এ। দেখা গেছে এ বছর মুক্তি পাওয়া ‘ওমর’ সিনেমায়ও। এমনিতে ওপার বাংলার নতুন অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। আরেক জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে বিয়ে হয়েছে তার ২০২৩ সালে।
২০১৮ সালে অভিনয় জগতে পা রাখেন দর্শনা। এ বছর কোরবানির ঈদে বাংলাদেশের অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে তাকে দেখা গেছে ‘ইতিবৃত্ত’ টেলিফিল্মে, যেখানে তাকে দর্শক খুব পছন্দ করেন। মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তার আকর্ষণীয় ফিগারের প্রশংসা যেন করতেই হয়।
দর্শনার ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা গেল, তিনি বৈচিত্র্যময় সাজপোশাকে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন। দেশি লুকে এ মিষ্টি হাসির অভিনেত্রীর জুড়ি নেই। লাল-নীল শাড়ির সঙ্গে ছোট দৈর্ঘ্যের ম্যাচিং লাল কনুই ছাড়ানো ব্লাউজ পরেছেন। বেশ নিচেই ড্রেপ করা হয়েছে শাড়ি, যা দিয়েছে আবেদনময় লুক।
এ ছাড়া দেখা গেছে গভীর নেকলাইনের অফ হোয়াইট টপের সঙ্গে ম্যাচিং ঘাগড়া ও শিয়ার ওড়না। টপের অ্যান্টিক লেইসের সঙ্গে মিলে গেছে একই ফিনিশের চোকার, লম্বা ঝোলানো দুল আর হাতের চুড়ি।