প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১২:৪৫ পিএম
মারিয়া সিনেমার দৃশ্যে আঞ্জেলিনা জোলি।
চলতি বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবের মনোনীত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে উৎসব কর্তৃপক্ষ জানায়, চলতি বছর মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহের জন্য লড়বে ২১টি চলচ্চিত্র।
উৎসবে মনোনীত সিনেমাগুলোর মধ্যে আছে লেডি গাগা, হোয়াকিন ফিনিক্স, জুলিয়ান মুর, টিলডা সুইনটন, অ্যাঞ্জেলিনা জোলি, কেট ব্ল্যাঞ্চেটের মতো তারকার ছবি।
আশা করা হচ্ছে, উৎসবে তাদের পাওয়া যাবে। সব মিলিয়ে এবারের উৎসব হতে যাচ্ছে তারকাবহুল। চলতি বছরের সবচেয়ে বহুলপ্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘জোকার : ফলি আ ডিউ’। টড ফিলিপস পরিচালিত ‘জোকার’-এর সিকুয়েলটি জায়গা করে নিয়েছে ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। ৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আগে ভেনিসে প্রিমিয়ার হবে হোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির।
গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উৎসবের আর্টিস্টিক পরিচালক আলবার্তো বারবারা। চলতি বছর উৎসবে স্বর্ণসিংহের অন্যতম দাবিদার আলোচিত ইতালীয় নির্মাতা লুকা গুদানিনোর নতুন সিনেমা ‘কুইয়ার’। সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৮৫ সালে প্রকাশিত উইলিয়াম এস বরোজের একই নামের উপন্যাস অবলম্বনে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ।
এ ছাড়া স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’। চিলিয়ান নির্মাতা সিনেমাটি বানিয়েছেন প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন অবলম্বনে। এতে মারিয়ার চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে। হ্যালিনা রেজিনের ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’কেও রাখতে হবে সেরা ছবির দৌড়ে, সিনেমাটিতে দেখা যাবে নিকোল কিডম্যান, হ্যারিস ডিকিনসনের মতো তারকাদের।