× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহজাবীনের আরেক স্বপ্নপূরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৫:২৯ পিএম

মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

অভিনয় এবং মডেলিংকে কিছু দিনের জন্য ছুটি জানিয়ে নিজেকে সময় দিচ্ছেন ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। লম্বা অবকাশ কাটাতে গেছেন যুক্তরাষ্ট্রে। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে। এমনকি প্রিয় খেলোয়াড় মেসির খেলা দেখতে হাজির হয়েছিলেন গ্যালারিতেও। ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সুন্দর সুন্দর সেসব মুহূর্তের ছবিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির পাশাপাশি মেহজাবীন শেয়ার করছেন, নিজের নানা অভিজ্ঞতা এবং ভাবনা।  

সেই সূত্রেই জানা গেল, এবারের যুক্তরাষ্ট্র সফরে নিজের আরও একটি স্বপ্ন পূরণ করেছেন তিনি। সেই স্বপ্নটি হলো বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণের। মেহজাবীনের স্বপ্ন ছিল তিনি নায়াগ্রা জলপ্রপাতে ঘুরতে যাবেন। নিজের সেই স্বপ্নটা এবার আর অপূর্ণ রাখেননি তিনি। সেখানে গিয়ে তোলা বেশ কিছু ছবিও গতকাল শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে খুব হাসিখুশি এবং প্রাণবন্ত দেখা গেছে মেহজাবীনকে। সাদা প্যান্ট নীল লুরেক্স স্লিম নিট শার্ট এবং লো মেকআপ লুকে ধরা পড়েছে ছড়িয়েছেন অন্যরকম মুগ্ধতা। 

মেহজাবীনের নায়াগ্রা ভ্রমণের এসব ছবিতে ভক্তদের জন্য রয়েছে বিশেষ একটি চমক। সেই চমকের নাম ছোটপর্দার আরেক প্রিয়মুখ সাবিলা নূর। নায়াগ্রা ভ্রমণে মেহজাবীনের সঙ্গে ছিলেন সাবিলাও। দুই অভিনেত্রী একসঙ্গেই নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করছেন এবং নিজের ফেসবুক প্রোফাইলে তা শেয়ারও করেছেন। ছবিতে সাবিলাকে বেশ ফরমাল লুকে দেখা যায়। কানে ইয়ার অর্নামেন্ট, চোখে সানগ্লাস। পরনে সাদা নিট শার্ট, প্যান্ট। সঙ্গে নিট শার্টের ওপর ওপেন চেস্ট ব্লু জিন্স শার্ট। 

মেহজাবীন প্রথমবার গেলেও নায়াগ্রা জলপ্রপাতে এবার দ্বিতীয়বারের মতো ঘুরতে গেছেন সাবিলা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নায়াগ্রা জলপ্রপাতে দ্বিতীয়বারের মতো আসলাম, তারপরও এই স্থানটি রীতিমতো আমার মন দুলিয়ে যাচ্ছে।’ 

মেহজাবীনের মতো সাবিলাও গেল কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে এবং বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন ভক্ত-অনুসারীদের সঙ্গে। কখনও একা, আবার কখনও সঙ্গী নিউইওর্ক শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন তিনি। দুই প্রিয় তারকার ছবির কমেন্ট বক্সে নিজেদের মুগ্ধতা ও প্রশংসার কথা উল্লেখ করেছেন ভক্তরা।

দুই নায়িকা আপাতত দেশের বাইরে অবস্থান করলেও তাদের সাম্প্রতিক কাজগুলো নিয়ে আলোচনা চলছে এখনও। কোরবানির ঈদে ‘তিথিডোর’ টেলিফিল্মে মেহজাবীনের সাবলীল ও অনবদ্য অভিনয় এবং সংবেদনশীল গল্প স্পর্শ করেছে দর্শকদের মন। মুক্তির পর থেকে তাই প্রশংসায় ভাসছেন মেহজাবীন। এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া ‘সুতো’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেও প্রশংসা পাচ্ছেন সাবিলা। এ ছাড়া ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় সাড়া ফেলেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা