× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপদ কাটছে না জ্যাকুলিনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৫:১৩ পিএম

জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক গড়ে এভাবে খেসারত দিতে হবে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা মামলায় ফের বিপাকে পড়েছেন তিনি। এ মামলার প্রধান অভিযুক্ত চন্দ্রশেখরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জ্যাকুলিনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গতকাল বুধবার বিকালেই তাকে উপস্থিত হতে বলা হয়েছিল। এর আগে ২০২১ সালেও একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন জ্যাকুলিন। 

ওই ঘটনার পর জ্যাকুলিন নিজেও সুকেশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তিনি বলেছিলেন, ‘সুকেশ আমাকে ভুল পথে চালিত করেছে। আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে। আমার জীবন বিপর্যস্ত করে দিয়েছে।’

তবে ইডির অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর তার অপরাধমূলক কাজ থেকে আয় করা অবৈধ অর্থ জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন। জ্যাকুলিন সুকেশের কাছ থেকে শুধু ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ রুপির উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যা তার ভাই ও বোনের, সেখানেও ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিলেন। সুকেশ ফৌজদারি মামলায় জড়িত এবং বিবাহিতÑ জ্যাকুলিন সে কথাও জানতেন। তবু বিষয়গুলো উপেক্ষা করে সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন। জেনেশুনে প্রতারণায় শামিল হয়েছেন। গতকাল শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ইডি কার্যালয়ে হাজির হননি জ্যাকুলিন। এ বিষয়ে তার বক্তব্যও পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা