প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১৫:৪০ পিএম
কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। ছবি : সংগৃহীত
তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন খ্যাত ও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত নুজহাত সাবিহা পুষ্পিতার নতুন মৌলিক গান ও মিউজিক ভিডিও ‘একটি কদম এনেছিলে’ প্রকাশিত হয়েছে।
Nuzhat Sabiha Pushpita ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন কাজী আনারকলি এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। ভিডিও ধারণ করেছেন অভিষেক আলম। গানটি নিয়ে পুষ্পিতা বলেন, ‘আনারকলি আন্টির কথা এবং সজীব দার সুর ও সংগীতায়োজন আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকশ্রোতাদেরও ভালো লাগবে। এর আগে প্রকাশিত পুষ্পিতার আরেকটি মৌলিক গান ‘মায়া লাগে’ দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।