প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১০:৩১ এএম
সাবিলা নূর
ছোটপর্দার প্রিয় মুখ সাবিলা নূরÑ এক দশকেরও বেশি সময় ধরে টিভিনাটকে অভিনয় করে মুগ্ধতা ছড়াচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সাবিলা অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। দুর্দান্ত অভিনয়ের কারণে বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি। তবে এই সিরিজ ছাপিয়ে সাবিলাকে নিয়ে এখন চলছে অন্য আলোচনা। সেই আলোচনার কেন্দ্রে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের পর্দাকাঁপানো দুই সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘তুফান’। এই দুই সিনেমার কোনোটিতেই নেই সাবিলা, তবু কেন তাকে নিয়ে আলোচনা? আলোচনার কারণÑ দুটি সিনেমাতেই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা। কিন্তু সময়-সুযোগে বনিবনা না হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে তাকে। সেই নিয়ে এখন আফসোস করছেন সাবিলা। তবে গুঞ্জন উঠেছে, শিগগিরই নাকি সেই আফসোস ঘুচতে যাচ্ছে! ফের শাকিব খানের সিনেমায় কাজের সুযোগ পেতে যাচ্ছেন তিনি।
দুই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সাবিলা গণমাধ্যমকে বলেন, ‘প্রিয়তমার সময় আমার টাইমিংয়ের একটা সমস্যা ছিল, সেই কারণে আমি আসলে করতে পারিনি। তুফান নিয়ে বেশি কিছু বলতে চাইনি। তুফান এখন এত এত ভালো সাড়া পাচ্ছে, যারা কাজ করেছে, সবাই এত দুর্দান্ত অভিনয় করেছেÑ আমি আসলে বলব, না করতে পারাটা আমারই লস ছিল। করতে পারলে আমার জন্যই অনেক ভালো হতো। আমার ক্যারিয়ারের জন্য দারুণ কিছু হতো। আমার মনে হয়, ভবিষ্যৎ নিয়ে ভাবব এখন।’
আফসোস নিয়ে সাবিলা আরও বলেন, ‘এই দুই সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল, এখন তা বুঝতে পারছি। কারণ ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার ছিল, ‘তুফান’ তো এখন তুফান বইয়ে দিচ্ছে সিনেমা হলে। সেই সঙ্গে রায়হান রাফীর কাজ, রাফীর কাজে সব সময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে। সবচেয়ে বড় কথা, সুপারস্টার শাকিব খান।’
তবে কয়েকটি গণমাধ্যম বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্প্রতি আবারও শাকিব খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাবিলা। কথাবার্তাও কিছুটা এগিয়েছে। তবে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে সাবিলা বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো কিছু বলতে চাই না। এটুকু বলতে পারি, কথা হচ্ছে। আমি এর আগেও অনেকবার বলেছি, শাকিব খানের সঙ্গে কাজ করতে বরাবরই ইচ্ছুক আমি। আমি সত্যিই চাই তার সঙ্গে কাজ করতে। আগেও চেয়েছি, এখনও চাই।’