প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১০:০১ এএম
সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত
এক সপ্তাহ আগেই অভিনেতা জহির ইকবালের সঙ্গে বিয়ে হয়েছে বলিউড তারকা সোনাক্ষী সিনহার। গত শনিবার স্বামীকে নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে যান সোনাক্ষী; গুঞ্জন ছড়ায় তিনি নাকি অন্তঃসত্ত্বা। তবে এর এক দিন পর জানা গেল হাসপাতালে যাওয়ার আসল ঘটনাÑ সোনাক্ষী তার স্বামীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন বাবা শত্রুঘ্ন সিনহাকে দেখতে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন শত্রুঘ্ন। মেয়ের বিয়ের দুদিন পর পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ভাইরাস জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সূত্র সংবাদমাধ্যমটিকে আরও জানিয়েছে, জ্বর ছাড়াও অভিনেতার অন্য কোনো সমস্যা আছে কি না তা জানতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বর্ষীয়ান অভিনেতার বন্ধু পহেলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে যান, তিনিই সংবাদমাধ্যমকে শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। তিনি বলেন, ‘হ্যাঁ, শত্রু (শত্রুঘ্ন) হাসপাতালে ভর্তি আছে। তবে এখন ভালো আছে। সোমবার বিকালে ও বাড়ি ফিরবে।’