× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুলিং শব্দটি খুবই সস্তা হয়ে গেছে, সে আমার ছোট বোনসমতুল্য : মীর সাব্বির

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৭:০৫ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ২১:২০ পিএম

বুলিং শব্দটি খুবই সস্তা হয়ে গেছে, সে আমার ছোট বোনসমতুল্য :  মীর সাব্বির

১১ নভেম্বর ছিল ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতামূলক আয়োজনটি ছিল বিবাহিত নারীদের নিয়ে। বেশ ভালোভাবেই এগোচ্ছিল প্রতিযোগিতার প্রতিটি ধাপ। কিন্তু শেষ ধাপে এসে বাধল বিতর্ক।

যে বিতর্কের আসামির কাঠগড়ায় দেশের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তার বিরুদ্ধে নারীর পোশাক নিয়ে বুলিংয়ের অভিযোগ এনে বাদীর ভূমিকায় রয়েছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল। আর তা নিয়েই নেট দুনিয়ায় উঠেছে ঝড়।   

মঞ্চ থেকে নেমে যাচ্ছেন অভিনেতা মীর সাব্বির। ঠিক তখন পেছন থেকে তাকে ডেকে থামান উপস্থাপিকা ইসরাত পায়েল। ফিরে আসার পর পায়েল বলেন, ‘বরিশালের আঞ্চলিক ভাষায় কোনো নাটকের একটি সংলাপ শুনতে চাই।’ মাইক্রোফোন হাতে নিয়ে মীর সাব্বির বলেন, ‘আমার নাটকের সংলাপ মনে থাকে না।’ তারপর খানিকটা সময় নিয়ে এ অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’

মীর সাব্বিরের সেই সংলাপে হেসে ওঠে পুরো আসর। হাসি থামাতে পারেননি পায়েলও। তাল মিলিয়ে হাসলেও সেটা যে মেকি ছিল, তা মিলনায়তনে বসা অনেকের চোখেই স্পষ্ট ধরা পড়ে। 

অনুষ্ঠানের পর ইসরাত পায়েল এক ফেসবুক ভিডিওতে সাব্বিরের বিরুদ্ধে তার পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগ আনেন। তিনি বলেন, বিচারকের আসনে বসে মীর সাব্বিরের এভাবে নারীদের পোশাক নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য খুবই দুঃখজনক। তিনি এভাবে বুলিং করতে পারেন না।

এদিকে প্রতিদিনের বাংলাদেশকে মীর সাব্বির জানান, আসলে যেটা আমি বলেছি তা খুবই হাস্যোজ্জ্বলভাবে বলেছি, কোনো নেতিবাচক মনোভাব থেকে বা তাকে ছোট করার জন্য কথাটা বলিনি। বরিশালের ভাষায় এটার অর্থ খুবই সহজ, খুবই নরমাল একটি বাক্য। এটা কীভাবে বুলিং হয়? বুলিং শব্দটি খুবই সস্তা হয়ে গেছে, সে আমার ছোট বোনসমতুল্য। সে আমাকে একটা ফোন দিয়ে বললেই পারত! যে আপনার এই কথাটা আমার ভালো লাগেনি। আমিও অবশ্যই স্যরি বলতাম। বাট ও যেটা করেছে, এটা না করলেও পারত। ও ছোট মানুষ, তাই আমি এই বিষয়ে কোনো প্রতি-উত্তর দেবারও চেষ্টা করিনি। আশা করি সে তার ভুল বুঝতে পারবে। তারপরও আমি আবারও বলতে চাই, আমার সমালোচনা পছন্দ না,  আর তাই এই বিষয়ে তার বিরুদ্ধে আমার বলার কিছুই নাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা