× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবাইকে জানিয়ে দিন অর্থহীন আসছে : সুমন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৬:০১ পিএম

দেশের জনপ্রিয় রকব্যান্ড অর্থহীন।

দেশের জনপ্রিয় রকব্যান্ড অর্থহীন।

দেশের জনপ্রিয় রকব্যান্ড অর্থহীন। সময়ের সঙ্গে সঙ্গে দেশ ও দেশের বাইরে বেড়েছে তাদের ভক্ত সংখ্যা। তবে ব্যান্ডের প্রধান সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা) দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় সেভাবে আর কনসার্ট করতে দেখা যাচ্ছে না তাদের। তবে ঈদের আগের দিন সবাইকে সুখবর দিলেন সুমন। জানালেন সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে অর্থহীনের কামব্যাক কনসার্ট করতে যাচ্ছেন তারা।

দীর্ঘ এক স্ট্যাটাসে সুমন লিখেছেন, ‘গত ছয় মাসে আমি বেশ খারাপ একটা সময় কাটিয়েছি। অনেকগুলো সার্জারি হয়েছে। এ মুহূর্তে ডান পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি। ব্যথাটা ধীরে ধীরে কমছে। একটু সময় নেবে। ঈদের পরই আবার ব্যাংককে যাব পায়ের অন্য একটা ছোট সার্জারি করতে। তারপর জুলাই মাসের থার্ড উইকে ব্যাক করে ফিনিক্সের ডায়েরি-২ অ্যালবামের কাজ শুরু করব।’

এরপর স্টেজে ফেরার বিষয়ে সুমন আরও লিখেছেন, ‘মহানেরও হাতের নার্ভে কিছু সমস্যা দেখা গেছে। তারও চিকিৎসা চলছে। আগস্টে সাধারণত বড় কনসার্ট হয় না। সুতরাং অর্থহীন আবার কনসার্টে ব্যাক করবে সেপ্টেম্বরে। আপনারা অর্থহীনের ওপর কখনও বিশ্বাস হারাননি। সব সময়ই অর্থহীনের পাশে ছিলেন। এতটা ভয়ংকর রকম ফ্যান বেইস আমি খুব কমই দেখেছি এই দেশে। এই পোস্টটা অফিসিয়াল পেজে দেওয়ার মতো একটা পোস্ট। কিন্তু শুধু এ কারণেই এখানে পোস্টটা দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে এতটুকু বলতে পারি, অর্থহীনের সেপ্টেম্বরের কামব্যাক শোতে কেউ নিরাশ হবেন না। সুতরাং আরেকটু কষ্ট করে অপেক্ষা করুন। সবাইকে জানিয়ে দিন, অর্থহীন আসছে! অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। অদ্ভুতদের জয় হোক!’ সুমন ব্যাংকক থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। ঈদের পর চিকিৎসার জন্য আবারও সেখানে যাবেন তিনি। এরপরই আবারও অনুশীলন শুরু করবে অর্থহীন।

এ ছাড়া ব্যান্ডটি বর্তমানে তাদের ফিনিক্সের ডায়েরির সিক্যুয়েল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেনÑ সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা