প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৫:১৮ পিএম
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বাধিক হলে চলছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তুফান’।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বাধিক হলে চলছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। ঈদে দেশের ১২০টির বেশি সিনেমা হলে চলছে সিনেমাটি। মুক্তির দ্বিতীয় দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এ সিনেমার শো বাড়িয়ে ২১ থেকে ৪৭টি করা হয়েছে। মুক্তির এক দিন পরই সিনেমাটির পরিচালক রায়হান রাফী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, বর্তমানে সিনেমাটি ভালো অবস্থানে রয়েছে। মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সে তুফানের শো বাড়িয়ে ২১ থেকে ৪৭টি করা হয়েছে। দর্শকের চাপ প্রচুর। শোর সংখ্যা আরও বাড়তে পারে। সারা দেশে তুফানের তাণ্ডব চলছে বলেও তিনি উল্লেখ করেন।
ঈদের দিনও তুফান উন্মাদনা নিজ চোখেই দেখেছেন চলচ্চিত্রটির অভিনেতা-পরিচালকসহ কলাকুশলীরা। তুফান নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করলেন চঞ্চল চৌধুরীও। অভিনেতা বলেন, ‘দর্শকদের যখন ভালো লাগে, তখন আমাদেরও ভালো লাগে। আমরা আমাদের ভেতর আলাদা গতি পাই, উৎসাহ পাই। যেমন এই তুফান নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের, এতে খুব ভালো লাগছে। ছবিটি সুপারডুপার হিট হলে আরও বড় বড় প্রজেক্টে কাজ করব। আর সব সময়ই দর্শকদের জন্য অভিনয়টা করে যেতে চাই।’ কোরবানি সত্ত্বেও তুফান নিয়ে সারা দেশে যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তা সত্যি অবিশ্বাস্য। ‘তুফান-২’ নিয়েও আশা প্রকাশ করেন চঞ্চল চৌধুরী। বলেন, ‘দর্শক চাইলেই তুফান-২ হবে।’
শুধু চঞ্চল চৌধুরী নন, তুফান নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান এবং পরিচালক রায়হান রাফীও। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাফী বলেছেন, ‘পয়সা উশুল সিনেমা তুফান। সিনেমাটি দেখলে পয়সা উশুল তো হবেই, সেই সঙ্গে আরও বেশি কিছু হবে। আমার সিনেমা দেখে কখনও কেউ ধোঁকা খাননি। পরান, সুড়ঙ্গ দর্শকের ভালো লেগেছে। এখন তুফান দেখে তাদের বিশ্বাসটা আরও বাড়বে। উৎসবটা আসলে এখন সাইক্লোনে পরিণত হয়েছে।’
এদিকে রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ দর্শক। তুফান সিনেমার টিকিট না পেয়ে হামলা চালিয়েছে তারা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মতিঝিলে মধুমিতা হলে তুফান সিনেমা চলাকালে ভাঙচুরের এ ঘটনা ঘটে। হলের পোস্টার ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করা হয়। অনেক দর্শকের অভিযোগ, কাউন্টারে নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।
টিজার, গান ও ট্রেলার দিয়ে দর্শকের প্রত্যাশা আকাশ ছুঁয়েছে শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। এ সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলুসহ অনেকেই।