× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড করল ‘ফিমেল ৪’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৩:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

১৭ জুন সন্ধ্যায় মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি নির্মিত নতুন ওয়েব কনটেন্ট ‘ফিমেল ৪’। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তির পরই মাত্র ২৪ ঘণ্টায় এটি গড়েছে নতুন ইতিহাস। এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে এক ফেসবুক লাইভের আয়োজন করে বঙ্গ।

সেখানে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, প্রথমেই আমরা দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। কারণ আপনারা আবারও প্রমাণ করলেন ভালো কনটেন্ট টাকা দিয়ে দেখতে আপত্তি নেই। আপনাদের এমন রেসপন্সে আমরা অভিভূত ও আনন্দিত।

তিনি আরও বলেন, অমির সঙ্গে যে কাজগুলো হয়েছে, তার একটা আরেকটার রেকর্ড ভেঙেছে। ব্যতিক্রম হয়নি এবারও। ‘ফিমেল ৪’ মুক্তির ২৪ ঘণ্টায় ২ লাখেরও বেশি পেইড দর্শক কনটেন্টটি ১.৫ কোটি মিনিট দেখেছেন। শুধু বাংলাদেশ নয়, ১০০টিরও বেশি দেশ থেকে এটি দেখা হয়েছে। রেকর্ড ভাঙা প্রসঙ্গে মুশফিকুর রহমান বলেন, প্রথম ২৪ ঘণ্টায় ‘অসময়’-এর দ্বিগুণ এবং ‘হোটেল রিল্যাক্স’-এর চারগুণ TVOD দর্শক এনেছে ‘ফিমেল ৪’। এটা সত্যিই অনেক ভালো সংবাদ। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ কাজল আরেফিন অমিকে।

নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, আসলে প্রতিবার যখন আমার কনটেন্ট বের হয়, তখন আমি একটু চিন্তিত থাকি। তবে এবার একটু বেশিই চিন্তিত ছিলাম। কিন্তু একটা বিশ্বাস ছিল সবার শ্রমে নির্মিত কনটেন্টটি দর্শকদের ভালো লাগবে। সেটাই হলো, আলহামদুলিল্লাহ। রিলিজের পর থেকেই ফেসবুকের ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ফোনকলে প্রচুর মানুষের মন্তব্য পাচ্ছি। তাদের অধিকাংশেরই মন্তব্য, কনটেন্টটি দেখার পর ঈদটা পরিপূর্ণ লাগছে।

শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের তিন কিস্তি বানিয়েছেন কাজল আরেফিন অমি। সবকটি কিস্তিই ইউটিউবে দারুণ দর্শক সাড়া পেয়েছে। দর্শকের আগ্রহ থেকে এবার চতুর্থ কিস্তি ফিমেল-৪ নিয়ে আসছেন এই পরিচালক। সিরিজটি এবার বঙ্গতে দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে। ফিমেল সিক্যুয়েলে নির্দিষ্ট শিল্পীরা অভিনয় করলেও প্রতিটি সিরিজে নতুন একজনকে অভিনয় করতে দেখা যায়। এবার ফিমেল-৪-এ দেখা যাবে ইরেশ যাকেরকে। ফিমেল-৪-এ আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, ফারিন খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা