× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের জন্য অভিনয় ছাড়ছেন আমির খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৮:৩৬ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৮:৪৫ পিএম

মায়ের জন্য অভিনয় ছাড়ছেন আমির খান

বলিউডের মেগাস্টার আমির খান। যার প্রতিটি সিনেমাই ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ে। এবার সেই অভিনেতা বিরতিতে যাচ্ছেন! অভিনয় ছেড়ে এখন থেকে সময় দেবেন পরিবারকে। অভিনয় থেকে বিরতি নেওয়ার বিষয়টি আমির নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

ভারতের দিল্লিতে একটি ইভেন্টে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় সিনেমার সঙ্গে তার ৩৫ বছরের ক্লান্তিহীন পথচলা নিয়েও কথা বলেন আমির। 

তিনি মনে করেন, বলিউডের এ গ্ল্যামার জগতে ব্যস্ততার কারণে অনেক কিছু মিস করেছেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে আমির বলেন, ‘আমি সবসময় মন দিয়ে কাজ করতে পছন্দ করি। যার জন্য নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হলে পরিবারকে আর সময় দিতে পারি না। পুরোটা সময় সিনেমা নিয়েই থাকতাম। যার জন্য মা, ভাই-বোন ও সন্তানদের একদমই সময় দিতে পারতাম না। তাই এখন বিরতিতে যাচ্ছি। পরিবারকে সময় দেওয়ার এখনই সময়।’ 

সম্প্রতি আমির খানের মা জিনাত হুসেন হৃদরোগে আক্রান্ত হন। এ সময় মাকে নিয়ে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয় তাকে। তার মা সুস্থ হলে পরিবারসহ বাসায় আসেন। এরপরই আমির বিরতি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। মা এবং পরিবারকে সময় দিতেই সিনেমার জগৎ থেকে নিজেকে দূরে রাখতে চান এ তারকা।  

আমিরের শেষ দুটি সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘লাল সিং চাড্ডা’ উভয়ই বক্স অফিসে ব্যর্থ হয়েছিল এবং পরে ওটিটিতে মুক্তি দেওয়া হয়। কিছুদিন আগে একটি বিজ্ঞাপনে কাজ করেও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এ অভিনেতা। সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার। সবকিছু মিলিয়েই ব্যস্ততম বলিউড-জীবন থেকে বিরতি নিয়ে কিছুটা স্বস্তি চান আমির। 

সেই বিরতি কতটা দীর্ঘ হয়, সেটাই এখন দেখার বিষয়!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা