× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাম্পে শাকিবের তুফান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১০:০৩ এএম

প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সঙ্গে ছিলেন পাঁচ নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে চারজনকে। সংগৃহীত

প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সঙ্গে ছিলেন পাঁচ নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে চারজনকে। সংগৃহীত

সিনেমার বাইরে কোনো অনুষ্ঠানে ঢালিউড কিং শাকিব খানের দেখা পাওয়াটা রীতিমতো বিরল এক ঘটনা! সেই ঘটনা ঘটল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলেÑ ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’শীর্ষক ওই অনুষ্ঠানে শো-স্টপার হিসেবে অংশ নিয়ে তাক লাগিয়েছেন শাকিব। নাটক ও সিনেমার পাঁচ নায়িকাকে এ অনুষ্ঠানে র‌্যাম্পে হেঁটেছেন তিনি। কোমর দুলিয়েছেন মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ সিনেমার গানের তালে। আর এর মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটলেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার।

শাকিবের প্রথম র‌্যাম্পে তার সঙ্গে হাঁটার সুযোগ পেয়েছিলেন যে পাঁচ নায়িকা; তারা হলেন- পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, তানজিন তিশা ও সাবিলা নূর। তবে ‘তুফান’ সিনেমার গ্যাংস্টার লুকে র‌্যাম্পে হাজির হয়ে সবার নজর কেড়ে নেন শাকিব একাই। ওই অনুষ্ঠানে এমন দুর্দান্ত রূপে তাকে তুলে ধরার পেছনে ছিলেন ফ্যাশন ডিজাইনার মডেল পিয়াল হোসেন। পিয়ালের নির্দেশনায় শাকিব ছাড়াও এদিন র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা। ওই অনুষ্ঠানের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমগুলোতেও চলছে নানা আলোচনা-বিশ্লেষণ! র‌্যাম্পে শাকিবের পাশে পাঁচ নায়িকার উপস্থিতি এবং তাদের সঙ্গে সুপারস্টারের রসায়ন নিয়ে চলছে নানামুখী চর্চা।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত ‘ঢাকা ফ্যাশন ডে’র এবারের মূল স্পন্সর ছিল শাকিব খানের প্রতিষ্ঠান হারল্যান নিউইয়র্ক। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অপু বিশ্বাস। শুক্রবারের অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে চলছে নানা গুঞ্জন। শাকিব থাকার কারণেই কি অপু অনুপস্থিত? অবশ্য প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, শিডিউল জটিলতার কারণে অপু র‌্যাম্পে অংশ নিতে পারেননি।

আলোচনা চলছে দুই নায়িকার সঙ্গে শাকিবের রসায়ন নিয়ে। এই দুই নায়িকার মধ্যে একজন পূজা চেরী। ‘গলুই’ সিনেমার পর শাকিবের সঙ্গে পূজার দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন শোনা যায়। তবে শুক্রবার র‌্যাম্পে শাকিব-পূজার উপস্থিতি ছিল বেশ সাবলীল। তাই ধারণা করা হচ্ছে, দূরত্ব ঘুচেছে তাদের। এছাড়া শাকিবের সঙ্গে এদিন পরীমণির ঘনিষ্ঠতাও নজর এড়ায়নি কারও। নায়িকাদের নিয়ে র‌্যাম্পে হাঁটার আগে ব্যাকস্টেজে শাকিব খানের সঙ্গে কথা হয় পরীমণির। এ সময় শাকিবকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন তিনি। ওই ছবিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়েও চলছে গুঞ্জন। অনুষ্ঠানে পরীমণির সঙ্গে মিমের হাস্যোজ্জ্বল ছবিও জন্ম দিয়েছে আলোচনার। কারণ বছর দুয়েক আগে এক নায়ককে কেন্দ্র করে প্রকাশ্য বিরোধে জড়িয়েছিলেন এই দুই চিত্রনায়িকা। সেই নায়কের নাম শরিফুল রাজ, পরীমণির সাবেক স্বামী। তার সঙ্গে মিমের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন পরীমণি। ওই ঘটনার পর শুক্রবার র‌্যাম্পে হাঁটতে গিয়ে প্রায় দেড় বছর পর মিমের সঙ্গে কথা হয় পরীমণির। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অতীতের সেই ঘটনার জন্য মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরী। মিমও অভিমান ভুলে পরীমণিকে ক্ষমা করে দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা